
কেরালা স্টোরির প্রদর্শন নিষেধাজ্ঞা – পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু সরকারকে নোটিস জারি করে জবাব তলব করল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে, সিনেমাটির প্রদর্শন হলে আইন শৃঙ্খলা ভঙ্গ হতে পারে, সওয়াল রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভির।
মামলাকারীদের হয়ে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে । তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষণ এবং সিনেমার উপরে নিষেধাজ্ঞা জারির কথা বলেন। সালভের অভিযোগ, আগেও বাংলাতে বেশ কয়েকবার সিনেমার প্রদর্শন বন্ধ করা হয়েছে।
গোটা দেশে সিনেমাটির প্রদর্শন চলছে শান্তির সঙ্গে, তাহলে বাংলায় হবে না কেন? পর্যবেক্ষণে প্রশ্ন প্রধান বিচারপতির। যার পছন্দ নয় তিনি দেখবেন না। কিন্তু যারা দেখতে চান তাদের দেখার সুযোগ দেওয়া হোক, নিষিদ্ধ করা হবে কেন ? বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ।
রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভির প্রশ্ন, আগে হাইকোর্টে আবেদন না করে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করা হল কেন ? আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি।
- বাংলাদেশে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাও - December 2, 2023
- “মোটা ভাই, ভোট নাই” অমিত শাহের সভার আগেই পোস্টার শহর জুড়ে - November 29, 2023
- উত্তরকাশীতে শ্রমিকদের আরও কাছাকাছি উদ্ধারকারীরা - November 28, 2023