ফুট ওভার ব্রিজে জরুরি কাজের জেরে ব্যাহত ট্রেন চলাচল

।। শান্তনু করণ ।।

সাঁতরাগাছি স্টেশনে ফুট ওভার ব্রিজের জরুরি কাজের জন্য দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচল ব্যাহত ।দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের সাঁতরাগাছি স্টেশনে ফুট ওভার ব্রিজের কাজ হচ্ছে  বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল । এর ফলে বাতিল করা হয়েছে দক্ষিন পূর্ব রেলের বেশ কিছু দূরপাল্লার ট্রেন ।

দক্ষিন পূর্ব রেলের খড়্গপুর শাখায় সাঁতরাগাছি স্টেশনে চতুর্থ ফুট ওভার ব্রিজের কাজের জন্য আজ অর্থাৎ রবিবার সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পাওয়ার ব্লক করা হয় | শনিবার থেকেই আপ ও ডাউনের দুই জোড়া দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে | এর পাশাপাশি চারটি দূরপাল্লার ট্রেনের সময়সীমা বদল করা হয়েছে । আরো চারটি ট্রেনকে খড়্গপুর থেকে চালানো হবে | এখনো পর্যন্ত লোকাল ট্রেন চলাচল নিয়ে কোন বিজ্ঞপ্তি জারি করেনি রেল কর্তৃপক্ষ ।

বাতিল হওয়া ট্রেনের তালিকাঃ

১৮০১৪/১৮০১২  বোকারো স্টিল সিটি /চক্রধরপুর – হাওড়া এক্সপ্রেস ১৩ তারিখে বাতিল করা হয়েছে ।

১৮০১১/১৮০১৩  হাওড়া – চক্রধরপুর /বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ১৫ তারিখ বাতিল করা হয়েছে ।

১২৮১৪ টাটানগর – হাওড়া স্টিল এক্সপ্রেস ১৪ তারিখ বাতিল করা হয়েছে ।

১২৮১৩ হাওড়া – টাটানগর স্টিল এক্সপ্রেস ১৪ তারিখ বাতিল করা হয়েছে ।

পরিবর্তন করা হয়েছে কিছু ট্রেনের সময়ও । সেই সব সময় পরিবর্তিত হওয়া ট্রেনের তালিকাঃ

১২৮৬০ হাওড়া – মুম্বাই (সিএসএমটি) গীতাঞ্জলি এক্সপ্রেস ১৪ তারিখে হাওড়া থেকে ৪:০৫ মিনিটে ছাড়বে । ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় ছিল দুপুর ২:০৫ মিনিট ।

১২৮১০ হাওড়া – মুম্বাই (সিএসএমটি) মেল ১৫ তারিখ হাওড়া থেকে রাত্রি ১২:২০ মিনিটে ছাড়বে । ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় সূচি ছিল ১৪ তারিখ রাত্রি ৭:৫০ মিনিট ।

১২১৩০ হাওড়া – পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস ১৫ তারিখ হাওড়া থেকে রাত্রি ১:১০ মিনিটে ছাড়বে । ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় ছিল ১৪ তারিখ রাত্রি ১০:১০ মিনিট ।

১২২৪৫  হাওড়া – স্যার এম বিশ্বেশ্বরাইয়া টার্মিনাল (বেঙ্গালুরু) দুরন্ত এক্সপ্রেস ১৪ তারিখ  হাওড়া থেকে বেলা ১১:৫০ মিনিটে ছাড়ার কথা । ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় ছিল বেলা ১০:৫০ মিনিট ।

যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়া ট্রেনের তালিকাঃ

১৮০৪৪ ভদ্রক – হাওড়া এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর পর্যন্ত চলবে ।

১৮০৪৩ হাওড়া – ভদ্রক এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর থেকে চলবে ।

১৮০০৪ আদ্রা – হাওড়া শিরোমনি এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর পর্যন্ত চলবে ।

১৮০০৩ হাওড়া – আদ্রা শিরোমনি এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর থেকে চলবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube