
।। স্বর্ণালী মান্না ।।
পশ্চিমবঙ্গে নিষেধাজ্ঞা জারি করা হল সুদিপ্ত সেন পরিচালিত “দ্য কেরালা স্টোরি”-র উপর ।বিতর্ক চলছিল বেশ কিছুদিন ধরেই । ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বেশ কিছু রাজ্যে ওঠে বিতর্কের ঝড় ।
সোমবার নবান্নে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন ।মুখমন্ত্রী জানান অপ্রীতিকর ঘটনা এড়াতে ও রাজ্যে শান্তি বজায় রাখতে নিষিদ্ধ করা হল এই ছবি ।এর পাশাপাশি তিনি জানান “দ্য কেরালা স্টোরি” একটি বিকৃত গল্প ।
সেন্সর বোর্ড এই ছবিকে “এ” শংসাপত্র দিয়েছে । এর পাশাপাশি ছবি থেকে ১০টি দৃশ্য মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে সেন্সর বোর্ডের পক্ষ থেকে । ট্রেলারে দেখান হয়েছে, শালিনি উন্নিকৃষ্ণাণ ওরফে ফাতিমা বা নামে এক চরিত্র বলছে, ইসলামিক স্টেট সন্ত্রাস গোষ্ঠী ৩২০০০ মহিলাকে নিয়োগ করে ।এমন একটি দাবির জন্য সিবিএফসির পর্যবেক্ষক কমিটি তথ্য প্রমান চেয়ে পাঠিয়েছে । বাতিল হওয়া ১০টি দৃশ্যের মধ্যে একটি দৃশ্যে কেরালার এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে একটি সাক্ষাৎকারের দৃশ্যও ছিল ।
- নিয়োগ দুর্নীতি নিয়ে নোটিস হাইকোর্টের - December 6, 2023
- মিগজাউমে বানভাসি তামিলনাড়ু, পাশে থাকার আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের - December 6, 2023
- পাহাড়ের পথে মুখ্যমন্ত্রী - December 6, 2023