সুন্দরবনে উন্নয়নের কাজ হয়েছে শুধু কাগজ-কলমে!

প্রত্যন্ত সুন্দরবন হিঙ্গলগঞ্জ বিধানসভার যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান নগেন্দ্রনাথ বৈদ্য ও উপপ্রধান এলাকার পুকুর খনন, রাস্তা, পাইলিং সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবে না করে কাগজে-কলমে করেছে। কোথাও কোথাও কাজ করলেও বাস্তবে সঠিকভাবে কাজ করেনি। আনুমানিক প্রায় দুই কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ তোলে এলাকার বিজেপি কর্মী তথা ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য গোবিন্দ অধিকারী সহ এলাকার বেশ কিছু বিজেপি কর্মীরা।

বিডিও, মহাকুমা শাসক, জেলাশাসক এমনকি মুখ্যমন্ত্রী দপ্তরে তারা এই অভিযোগ লিখিত আকারে জানিয়েছিলেন। এই অভিযোগের পর ঘটনা তদন্ত করার জন্য মহাকুমা দপ্তরের দুই প্রতিনিধি ও হিঙ্গলগঞ্জ বিডিও দপ্তরের দুই প্রতিনিধি এসে ঘটনার তদন্ত করেন। এলাকায় এলাকায় গিয়ে তারা কাজ খতিয়ে দেখার পাশাপাশি সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন। তবে এই প্রসঙ্গে কোন প্রতিক্রিয়া দিতে চাইনি মহাকুমা ও বিডিও দপ্তর থেকে আসা প্রতিনিধিরা। তবে এ ঘটনায় হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল জানান অভিযোগ ভিত্তিহীন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube