
।। অলিপ মিত্র ।।
তিন আদিবাসি মহিলার উপর শারিরিক নির্যাতনের অভিযোগে সোমবার ১২ ঘন্টা বাংলা বনধের ডাক দিয়েছে আদিবাসি সিঙ্গল অভিযান নামে একটি আদিবাসি সংগঠন । সংগঠনের পক্ষ থেকে শনিবার থেকে প্রচার শুরু করা হয়েছে । আদবাসিরা বনধ ডাকায় ব্যাবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ।এই বনধ নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট না করায় রায়গঞ্জ ব্যাবসায়ীরা কী করবেন তা সিদ্ধান্ত নিতে পারেননি । রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন নিজেরা কোন সিদ্ধান্ত নেন নি ।বিষয়টি ব্যাবসায়ীদের উপর ছেড়ে দিয়েছেন ।
উল্লেখ্য, দক্ষিন দিনাজপুর জেলার তপন ব্লকে তিন আদিবাসি মহিলা নাকে খত দিয়ে বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করেন । আদিবাসি মহিলার উপর নক্কারজনক শারিরিক অত্যাচারের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় চলছে ।
বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় আদিবাসি কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আদিবাসিদের বিভিন্ন সংগঠন রাস্তায় নেমে তার প্রতিবাদ করছে । আদিবাসি সিঙ্গল অভিযানের পক্ষ থেকে সোমবার ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে ।
রায়গঞ্জের আদিবাসি বিদ্রোহকে মাথায় রেখে ব্যাবসায়ী সংগঠন বনধের বিরোধিতার পথে হাটতে চাইছে না । বনধ নিয়ে রাজ্য সরকার এখন পর্যন্ত অবস্থান স্পষ্ট না করায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে । রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী জানিয়েছেন, বনধের দিনে তাদের কোন নির্দেশ দেওয়া হয় না । পরিস্থিতি বিচার করে ব্যাবসায়ীরা নিজ নিজ সিদ্ধান্ত নেন ।
- ধান কাটা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন ১ ব্যক্তি - December 6, 2023
- স্থগিত হয়ে গেল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান - December 6, 2023
- জমি সংক্রান্ত বিবাদের জেরে ব্যবসায়ীকে খুন! - December 6, 2023