আদিবাসি সিঙ্গল অভিযানের ১২ ঘন্টা বাংলা বনধের ডাক

।। অলিপ মিত্র ।।

তিন আদিবাসি মহিলার উপর শারিরিক নির্যাতনের অভিযোগে সোমবার ১২ ঘন্টা বাংলা বনধের ডাক দিয়েছে আদিবাসি সিঙ্গল অভিযান নামে একটি আদিবাসি সংগঠন । সংগঠনের পক্ষ থেকে শনিবার থেকে প্রচার শুরু করা হয়েছে । আদবাসিরা বনধ ডাকায় ব্যাবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ।এই বনধ নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট না করায় রায়গঞ্জ ব্যাবসায়ীরা কী করবেন তা সিদ্ধান্ত নিতে পারেননি । রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন নিজেরা কোন সিদ্ধান্ত নেন নি ।বিষয়টি ব্যাবসায়ীদের উপর ছেড়ে দিয়েছেন ।

উল্লেখ্য, দক্ষিন দিনাজপুর জেলার তপন ব্লকে তিন আদিবাসি মহিলা নাকে খত দিয়ে বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করেন । আদিবাসি মহিলার উপর নক্কারজনক শারিরিক অত্যাচারের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় চলছে ।

বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় আদিবাসি কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আদিবাসিদের বিভিন্ন সংগঠন রাস্তায় নেমে তার প্রতিবাদ করছে । আদিবাসি সিঙ্গল অভিযানের পক্ষ থেকে সোমবার ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে ।

রায়গঞ্জের আদিবাসি বিদ্রোহকে মাথায় রেখে ব্যাবসায়ী সংগঠন বনধের বিরোধিতার পথে হাটতে চাইছে না । বনধ নিয়ে রাজ্য সরকার এখন পর্যন্ত অবস্থান স্পষ্ট না করায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে । রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী জানিয়েছেন, বনধের দিনে তাদের কোন নির্দেশ দেওয়া হয় না । পরিস্থিতি বিচার করে ব্যাবসায়ীরা নিজ নিজ সিদ্ধান্ত নেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube