
১লা বৈশাখের দিন প্রতিবছরই সিদ্ধপীঠ তারাপীঠে নামে ভক্তের ঢল । বছরের প্রথম দিনে মা তারার কাছে প্রার্থনা করেন ভক্তরা, যেন সারা বছর ভালো কাটে ।তারাপীঠের পাশাপাশি বীরভূমের পাঁচটি সতী পিঠেও ভক্তের ঢল চোখে পড়ার মতো । কঙ্কালীতলা সতী পিঠেও ভক্তের ঢল ছিল সকাল থেকেই ।

অন্যদিকে, নববর্ষের প্রথম দিনে, দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতন । ভোর পাঁচটায় মন্দিরের সিংহ দুয়ার খুলেছে ভক্তদের জন্য । তীব্র গরমেও দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দির প্রাঙ্গনে ভক্তের সমাগম ছিল চোখে পরার মতন ।
এই বর্ষবরণে, হালখাতা অর্থাৎ ব্যবসায়ীদের নতুন খাতায় পুজো দিয়ে তাদের ব্যবসার শুরু করেন অনেকেই । শুধু ব্যবসায়ী নয়, অন্যান্য ভক্তরাও আজকের দিনে তাদের আরাধ্য দেব দেবীদের পুজো দিয়ে তাদের দিনের শুরু করেন । সকাল থেকে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গনে ছিল ভক্তদের সমাগম । হাতে ডালা নিয়ে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য প্রত্যেকে দাঁড়িয়ে আছে সকাল থেকেই । ভক্ত সমাগমের জন্যই সকাল থেকে মন্দির প্রাঙ্গনে রয়েছে বিশেষ নিরাপত্তা । কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় তার জন্য প্রস্তুত ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ।

বাংলা নববর্ষের দিন আসানসোলের কল্যানেশ্বরী মন্দিরে সকাল থেকেই ছিল ভক্তদের ভিড় । পুজোর ডালি নিয়ে ভক্তরা লম্বা লাইন দিয়ে একে একে পুজো দিচ্ছেন মন্দিরে । ঠাকুরের স্থানকেও সুন্দরভাবে সাজানো হয়েছে ।
সকলের মঙ্গল কামনা করে মা এর কাছে প্রার্থনা জানাচ্ছেন সবাই । আসানসোলের ঘাগরবুড়ি মন্দিরেও ভক্তদের ঢল । নববর্ষের দিন সকাল থেকেই ভক্তদের লম্বা লাইন ঘাগরবুড়ি মন্দিরের সামনে । মায়ের পূজো দিয়ে সকলের প্রার্থনা, নতুন বছর, ১৪৩০ সন যেন ভালো কাটে ।
- ধান কাটা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন ১ ব্যক্তি - December 6, 2023
- স্থগিত হয়ে গেল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান - December 6, 2023
- জমি সংক্রান্ত বিবাদের জেরে ব্যবসায়ীকে খুন! - December 6, 2023