
।। প্রদীপ সরকার ।।
পঞ্চায়েত ভোটের আগে ‘নো রোড,নো ভোটের’স্লোগান তুলে বিক্ষোভে সামিল হলো ডুয়ার্সের কিলকোট চা বাগানের ৪ নং লাইন ও প্রজ লাইনের শ্রমিক ও জনগণ। বৃহস্পতিবার সকালে মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের ৪ নং লাইনে জমায়েত করে ওই বিক্ষোভ দেখানো হয়।জানা যায়,কিলকোট চা বাগানের শিবমন্দির থেকে ৪ নং লাইন হয়ে প্রজা লাইন পর্যন্ত প্রায় ৩ কিমি রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পরে রয়েছে।পাশাপাশি এলাকার নিকাশি নালারও বেহাল দশা।
জনসাস্থ্য ও কারিগরি দপ্তরের তরফে রিজার্ভার করা হলেও বাসিন্দারা সেই পানীয় জল পরিসেবাও পাচ্ছে না।দীর্ঘ প্রায় ২০ বছর আগে ওই রাস্তায় বালি বজরি পড়লেও তার পর থেকে আর রাস্তা সংস্কার করা হয়নি।বর্তমানে ওই রাস্তাটি কাঁচা অবস্থায় পড়ে আছে।বড়ো বড়ো বোল্ডার গগনমুখী হয়ে আছে।এলাকার একমাত্র ওই রাস্তাটি দিয়ে রোজ কয়েক হাজার স্কুল ও কলেজ পড়ুয়া সহ বাসিন্দারা যাতায়াত করে। বর্ষায় কাঁদার জন্য রাস্তা দিয়ে চলা দুস্কর হয়ে পড়ে।
ভোটের আগে ওই এলাকায় গিয়ে নেতারা রাস্তা পাকা করার আশ্বাস দিলেও ভোট পার হলেই আর কারো দেখা পাওয়া যায়না । এলাকায় আসেনা প্রশাসনিক কর্তারাও বলে অভিযোগ।পঞ্চায়েত ভোটের আগে রাস্তাটি পাকা সহ যাবতীয় সমস্যার সমাধান না করা হলে ওই সমস্ত এলাকার জনগণ এবার ভোট বয়কট করবে বলে হুমকি দেন।
মেটেলির বিডিও বিপ্লব বিশ্বাস ফোনে জানান ঐ এলাকার রাস্তার একটি পার্ট গ্রামপঞ্চায়েত থেকে করার জন্য ইতিমধ্যেই টেন্ডার করা হয়েছে। বাকি অংশের জন্য জেলা পরিষদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন এলেই কাজ শুরু করা হবে।
- জলের তলায় চাষের জমি! - October 3, 2023
- ইডি-র তলব এড়িয়ে দিল্লির কর্মসূচিতেই ব্যস্ত অভিষেক - October 3, 2023
- চলবে বৃষ্টির আবহাওয়া - October 3, 2023