এবছরেও পুজোয় মন্ডপ দর্শকহীন

নিউজটাইম ওয়েবডেস্ক : এবছরেও পুজোয় বহাল করোনা কাঁটা। এবারেও মন্ডপ থাকবে দর্শনার্থী শূন্য। ইতিমধ্যেই পুজোর কয়েকটা দিন নৈশ কার্ফিউ, তা ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে শুক্রবার আদালতের তরফ থেকে কোভিড কালীন বিধি নিষেধ জারি রাখল ৩০শে অক্টোবর প‌র্যন্ত। তার সাথে এবারেও পু‌জোয় মন্ডপে দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দিল না আদালত। এবিষয়ে রাজ্যের তরফে বলা হয় ‌যে আদালত ‌যদি মন্ডপকে নো এন্ট্রি জোন ঘোষণা করে তবে তাতে রাজ্যের কোনো আপত্তি নেই। এবারেও দূর্গা পু‌জো থেকে কালীপুজো পুরোটাই মন্ডপ থাকবে দর্শকশূন্য।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube