
নিউজটাইম ওয়েবডেস্ক : গত একবছরেরও বেশি সময় ধরে করোনার জেরে বন্ধ ছিল ভ্রমণের সমস্ত সুযোগ। তবে তা এখন এই সমস্ত বিধি কিছুটা হলেও কমেছে। অতিমারি পরিস্থিতির আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে। তবে এবারেও পুজোতে গত বছরের মত মন্ডপে প্রবেশ নিষেধ।ভিড় ঠেলে গিয়ে দূর থেকে মন্ডপ বা মূর্তী কোনোটাই দেখার পক্ষপাতি নয় শহরবাসী। আর তাই মহাসপ্তমীর দিনে ভিড় জমেছে দীঘার সৈকতে।
জরুরী ব্যবস্থা বাদে বেশিরভাগ সংস্থাতেই সপ্তমীর দিন থেকে টানা চারদিন ছুটি। এরপর সপ্তাহান্ত, শনি রবি অধিকাংশ সংস্থায় ছুটি এমনিই থাকে। তা না হলে একদিনের ছুটি নিয়ে সমুদ্রপাড়ে পারি দিয়েছেন ভ্রমণপিপাসু বাঙালী। হাওয়া অফিসের ক্রমাগত ভ্রুকুটি থাকলেও এখনও পর্যন্ত পুজোর মধ্যে পরিস্কার রয়েছে আকাশ। তার সাথে মিলেছে নীল সমুদ্রের জল। এই অবস্থায় সমুদ্রে নামা থেকে বাঙালীকে আটকানো অসম্ভব প্রায়। আট থেকে আশী ঝাঁপ দিয়েছেন বঙ্গপোসাগরের নীলিমায়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022