একবার সংক্রামিত ব্যক্তির শরীরে কোভ্যাকসইনের একটি ডোজই দুই ডোজের সমান কাজ করছে – আইসিএমআর

নিউজটাইম ওয়েবডেস্ক : আগে কোভিড আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তির ক্ষেত্রে কোভ্যাক্সিনের একটা ডোজই ‌যথেষ্ঠ বললেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। একবারও কোভিড সংক্রমণ হয়নি ‌যে ব্যক্তির, তার কোভ্যাক্সিনের দুটি ডোজে ‌যে কাজ কাজ হবে তা একবার সংক্রামিত হওয়া ব্যক্তির একটি ডোজেই হবে।

আইসিএমআরের তরফ তেকে, কোভ্যাক্সিনের অ্যান্টিবডি তৈরির দ্রুততার ওপর একটি প‌র্যবেক্ষণ করে। এই প‌র্যবেক্ষণের ফল অনুসারে একজন সংক্রামিত ব্যক্তির শরীরে বিবিভি১৫২ টিকার অ্যান্টিবডি তৈরির কাজ হচ্ছে দ্রুত ও তুলনামুলকভাবে ভালো।

২০২১ এর ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে ১১৪ জন স্বাস্থ্যকর্মীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়। প্রাথমিক স্তরেই এদের মধ্যে কারা আগেই সংক্রামিত হয়েছিলেন তা চিহ্নিত করা হয় প্রাথমিক স্তরেই। এরপর এই প্রত্যেক নমুনায় কোভিড ভ্যাকসিন ব্যবহার করা হয়। এতেই দেখা ‌যায়, টিকার অ্যান্টিবডি তারির প্রক্রিয়ায় ত্যরতম্য দেখা ‌যায়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube