
সুতির আহিরন রেল ব্রিজের উপর রিলস বানাতে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটল তিন কিশোরের । ট্রেনের ধাক্কায় দ্বিঘন্ডিত হল তিন যুবক । বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সুতির আহিরন ব্রিজের উপরে ।
রিলস বানাতে গিয়ে আচমকাই ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন যুবকের । রেলের ধাক্কায় এদিন দ্বিঘন্ডিত হয়ে যাওয়ার পরেই তিনজনের দেহ পড়ে থাকতে দেখা যায় রেল লাইনের উপর । অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ ও জিআরপি । পুলিশ জানিয়েছে মৃত তিন কিশোরের নাম আমাউল সেখ, সামিউল সেখ ও রাফিক সেখ । জানা যায় তিনজনের বাড়ি সুতি থানার অন্তর্গত মহিষাইল এলাকায় ।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে,ওই এলাকায় মোট পাঁচজন কিশোর মোবাইলে রিলস তৈরি করছিল । তখনই ট্রেন এসে সজোরে ধাক্কা মারে তাঁদের । ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের, আহত হয় আরও দুইজন ।ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । ঘটনার জেরে মৃত তিনজনের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে ।
- ভারতের আত্মায় আঘাত, জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার হুঙ্কার নরেন্দ্র মোদীর - April 24, 2025
- ট্রলি ব্যাগ থেকে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য বাগুইআটিতে - April 22, 2025
- নাইট শিবিরে চিন্তার কারণ রাসেল? - April 22, 2025