
।। স্বর্ণালী মান্না ।।
শুরু হয়ে গেল দু’দিন ব্যাপী সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন বা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট । মঙ্গলবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজন করা হল বাণিজ্য সম্মেলনের । লক্ষ্যে স্থির রাজ্য সরকারও । রাজ্যে চাই বিনিয়োগ ও কর্মসংস্থান । ২০২৩ সালের এই বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজকের এই সম্মেলনে উপস্থিত রয়েছেন মুকেশ আম্বানি ও হর্ষ নেওটিয়ার মতো শিল্পপতিরাও ।
শুধু ভারতের শিল্পপতিরাই নয়; প্রশাসনের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে উপস্থিত থাকছেন ভিনদেশের শিল্পপতিরাও । উপস্থিত থাকবেন ইটালি, স্পেন ও ইংল্যান্ডের মতো দেশের শিল্পপতিরাও । পাশাপাশি উপস্থিত রয়েছেন বিসিসিআই-য়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও । নিরাপত্তার কড়া বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা ।
অন্যদিকে এই বছর বিনিয়োগের পরিমাণ নিয়েও যথেষ্ট আশাবাদী রাজ্য সরকার । মনে করা হচ্ছে আগের বছরের তুলনায় এবছর আরও অনেক গুন বাড়তে পারে বিনিয়োগের পরিমাণ । রাজ্যে বিনিয়োগ আনতেই সেপ্টেম্বর মাসে স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী । বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থানের দিকেও জোর দিচ্ছে সরকার ।
- নিয়োগ দুর্নীতি নিয়ে নোটিস হাইকোর্টের - December 6, 2023
- মিগজাউমে বানভাসি তামিলনাড়ু, পাশে থাকার আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের - December 6, 2023
- পাহাড়ের পথে মুখ্যমন্ত্রী - December 6, 2023