
।। স্বর্ণালী মান্না ।।
ধর্না দিতে চাইছেন বিকাশ ভবনের সামনে । বৃহস্পতিবার তাই অনুমতি চেয়ে আদালতের দোরগোড়ায় পৌঁছলেন চাকরিপ্রারথীরা । ২২ নভেম্বর থেকে শুরু করে আরও তিন দিন ধর্না দেওয়ার অনুমতি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা করলেন উচ্চ প্রাথমিক স্কুলের চাকরিপ্রারথীরা ।
বিকাশ ভবনের সামনে ধর্নার অনুমতি চেয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা । মামলা করলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রারথীরা । মামলাটি করা হয় বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে । ইতিমধ্যে মামলার অনুমতিও দিয়েছেন বিচারপতি । আগামিকাল, শুক্রবার সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনাও রয়েছে ।
এর আগেও ২০১৯ সালে বিকাশ ভবন থেকে ১০০ মিটার দূরত্বে ধর্নায় বসার অনুমতি পান পার্শ্ব শিক্ষকরা । বিচারপতি কৌশিক চন্দ ও বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দেওয়া হয় এমনই রায় ।
- নিয়োগ দুর্নীতি নিয়ে নোটিস হাইকোর্টের - December 6, 2023
- মিগজাউমে বানভাসি তামিলনাড়ু, পাশে থাকার আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের - December 6, 2023
- পাহাড়ের পথে মুখ্যমন্ত্রী - December 6, 2023