
আজ থেকে সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে ডিএ মামলার চূড়ান্ত পর্বের শুনানি, শীর্ষ আদালতের তথ্য অনুযায়ী। পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ মামলা আছে, তার বিস্তারিত শুনানি শুরু হবে শুক্রবার থেকে বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি সঞ্জয় কারোল এর ডিভিশন বেঞ্চে।
বছর খানেক আগেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। গতবছর ১৪ই ডিসেম্বর থেকে এই বছর ১৪ই জুলাই পর্যন্ত নানা কারণে একাধিকবার শুনানি পিছিয়ে গেছে। অবশেষে শেষ শুনানির দিন স্থির হয়, ৩রা নভেম্বর থেকে চূড়ান্ত পর্বের শুনানি শুরু হবে।
উল্লেখ্য, গত বছরের ২০ মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন ও খারিজ হয়ে যায় হাইকোর্টে। তারই মধ্যে হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছিল তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। হাইকোর্টের রায়ের সঙ্গে এই মামলার বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে রাজ্য।
- ধান কাটা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন ১ ব্যক্তি - December 6, 2023
- স্থগিত হয়ে গেল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান - December 6, 2023
- জমি সংক্রান্ত বিবাদের জেরে ব্যবসায়ীকে খুন! - December 6, 2023