তিহাড় যখন গ্যাংস্টারদের রণভূমি

।। স্বর্ণালী মান্না ।।

জেলেই খুন কুখ্যাত গ্যাংস্টার । রোহিণী কোর্ট শুটআউট কাণ্ডে, দিল্লির তিহাড় জেলে বন্দি টিল্লু তাজপুরিয়াকে পিটিয়ে হত্যা করা হল জেলের মধ্যেই । অভিযোগের তির প্রতিদ্বন্দ্বী গ্যাংযের সদস্যের দিকে ।

জেল সুত্রে খবর, তিহাড় জেলে ৮ নম্বর সেলে থাকা যোগেশ টুণ্ডা, দীপক ও আরও কিছু সদস্যদের সাথে মিলে ৯ নম্বর সেলে থাকা টিল্লু তাজপুরিয়াকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে । ঘটনাটি ঘটে সকাল প্রায় ৬.৩০ মিনিট নাগাদ । গুরুতর আহত অবস্থায় তাঁকে দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ।ঘটনার তদন্ত শুরু করেছে তিহার কর্তৃপক্ষ ।

গত বছর রোহিণী কোর্ট শুটআউট কাণ্ডে, আইনজীবীর বেশে থাকা টিল্লু, কোর্ট চত্ত্বরে বিপক্ষ গ্যাংয়ের জিতেন্দ্র গোগির উপর গুলি চালায় ।ঘটনায় মৃত্যু হয় জিতেন্দ্র গোগির ।তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই ঘটনার প্রতিশোধ নিতেই প্রাণঘাতী হামলা চালানো হয় টিল্লুর উপর ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই এই তিহার জেলেই পিটিয়ে খুন করা হয় আরেক কুখ্যাত গ্যাংস্টার প্রিন্স তেওয়টিয়াকে । জেল সুত্রে জানা যাচ্ছে, এই ক্ষেত্রেও ঝামেলা বাঁধে প্রিন্স তেওয়টিয়া ও রোহিত চৌধুরীর গ্যাংযের মধ্যে । এর ফলে খুন হতে হয় প্রিন্স তেওয়টিয়াকে ।

এই জেলেই বন্দি গরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল ।পরপর এই ধরণের ঘটনা তিহাড় জেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube