
।। স্বর্ণালী মান্না ।।
দু’দিন আগে কলকাতা মেডিক্যাল কলেজে আগুন লাগার ঘটনা সামনে এসেছে । এবার আগুন লাগল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ।
স্থানীয় সুত্রে খবর বুধবার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ের ছাদ আচমকাই আগুন লেগে যায় । তবে সেখানে কোনও ওয়ার্ড না থাকায় রোগী পরিষেবা ব্যহত হয়নি বলেই জানা যাচ্ছে । ওই স্থানে রয়েছে অধক্ষ্যের কার্যালয় ও অন্যান্য অফিস ।
এদিন নিরাপত্তারক্ষীরা অ্যাকাডেমিক বিল্ডিংয়ের ছাদ থেকে ধোঁওয়া বেরোতে দেখে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন কাঠের টুকরোর স্তুপে আগুন লেগে গেছে । দমকলে খবর দেওয়া হলে দুটি ইঞ্জিন চলে আসে ।ঘটনায় অধ্যক্ষ পীতবরণ চক্রবর্তী জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ।
Latest posts by swarnali manna (see all)
- সরকারি হাসপাতাল থেকে গ্রেফতার দালাল! - September 25, 2023
- নার্সিং ছাত্রীর দেহ উদ্ধার! - September 25, 2023
- শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! - September 25, 2023