জম্মু কাশ্মীরে সেনার গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসবাদী হামলা

।।স্বর্ণালী মান্না ।।

শুক্রবার ভোর রাতে জম্মু কাশ্মীরের পুঞ্চে দুটি গোষ্ঠীর ৭ জন সন্ত্রাসবাদী একটি হামলা চালায় যার জেরে নিহত হয় ৫ জন সেনা কর্মী ।এর পাশাপাশি এও জানানো হয় হামলাকারীরা পাকিস্তানের একটি জাতীয়তাবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ।

সুত্রের দাবি অনুযায়ী, জৈশ-এ-মহম্মদ ও লশকর-এ- তৈবা সাহায্যে এই হামলাটি চালানো সম্ভব হয়েছে ।এর পাশাপাশি জানা যাচ্ছে সন্ত্রাসবাদীরা পাক-অধিকৃত কাশ্মীরে থেকে রাজৌরি হয়ে পুঞ্চে প্রবেশ করে ।সন্ত্রাসবাদীরা গ্রামাঞ্চলে লুকিয়ে থাকে ।নিরাপত্তা রক্ষীরা পুলিশ কুকুর ও ড্রোনের মাধ্যমে তল্লাশি চালিয়ে যাচ্ছে ।

জম্মু ডিভিশনের, পুলিশের অতিরিক্ত ডিজি মুকেশ সিংহ ও অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান ।ইতিমধ্যেই নিহত জওয়ানদের সনাক্ত করা হয়েছে ।ঘটনায় মৃত্যু হয়েছে হাবিলদার মন্দীপ সিংহ, লান্স নায়েক দেবাশিস বাসুয়াল, লান্স নায়েক কুলবন্ত সিংহ, সিপাহি হরকৃষণ সিংহ ও সিপাহি সেবক সিংহের ।

সেনার গাড়ি যখন রাজৌরি থেকে জাচ্ছিল তখন আচমকাই গাড়িটিকে লক্ষ করে গুলি চালানো হয় ।ঘটনায় মৃত্যু হয় ৫ জনের ।সেনা সুত্রে খবর, প্রবল বৃষ্টির সুযোগ নিয়ে সন্ত্রাসবাদীরা আক্রমণ করে । ।এমনকি গ্রেনেড ছোঁড়ার কারণে আগুন লেগে যায় গাড়িটিতে ।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে ।কংগ্রেস নেতা রাহুল গান্ধী জওয়ানদের মৃত্যুতে শোক প্রকাশ করেন ।অন্যদিকে ন্যাশনল কনফারেন্স এর নেতা ফারুক আবদুল্লা ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন নিরাপত্তার ঘাটতির ফলে এই ঘটনাটি ঘটে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube