
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে ৫১ পীঠের এক পীঠ দেবী বর্গভীমা মায়ের মন্দিরে প্রতিদিন প্রায় ৫০০ থেকে হাজার ভক্ত ভোগ প্রসাদ গ্রহণ করেন । মন্দিরের ভোগ যাতে স্বাস্থ্যকর হয় সেই কারণেই সমস্ত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মন্দির কর্তৃপক্ষর হাতে আজ ফুড সেফটি দপ্তরের তরফ থেকে সার্টিফিকেট তুলে দিলেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী ।
বেশ কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুর জেলার ফুড সেফটি দপ্তরের আধিকারিক মিনু কুন্ডু মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এই সার্টিফিকেটের বিষয় । এই সার্টিফিকেট পাওয়ার জন্য যে সমস্ত নিয়মাবলী রয়েছে, মন্দির কর্তৃপক্ষ দ্রুত সেই সমস্ত নিয়মাবলী পূরণ করে, ফুড সেফটি দপ্তরের আধিকারিকদের জানিয়ে দেন ।
ফুড সেফটি দপ্তরের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখা হয় । এরপর অডিট সম্পূর্ণ হওয়ার পরেই সমস্ত নিয়মাবলী মেনেই মঙ্গলবার দুপুরে দেবী বর্গভীমা মায়ের মন্দিরে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি উপস্থিত হয়ে এই সার্টিফিকেট তুলে দেন মন্দির কর্তৃপক্ষের হাতে ।
জেলাশাসক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন দিব্যা মরুগেশন, অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি রাজস্ব অনির্বাণ কোলে, পূর্ব মেদিনীপুর জেলার ফুড সেফটি আধিকারিক মিনু কুন্ডু সহ অন্যান্যরা ।
সারা ভারতবর্ষের একান্ন পীঠের মধ্যে দেবী বর্গভিমা মায়ের মন্দিরে এই প্রথম এই ধরনের সার্টিফিকেট প্রদান করা হয় এমনটাই জানান অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায় । এই সার্টিফিকেটের যাতে সম্মান আগামী দিনেও রাখতে পারা যায় সেই কারণে ভোগের দিকে আরও বেশি করে নজর থাকবে মন্দির কর্তৃপক্ষের । সার্টিফিকেট হাতে পাওয়ার পর এমনটাই জানান বর্গভীমা মন্দির কমিটির সম্পাদক শিবাজী অধিকারী ।
- অবৈধ বাড়ি ভাঙল প্রশাসন - September 25, 2023
- লোকালয়ে জল, ঘরছাড়া স্থানীয়রা! - September 25, 2023
- উদ্ধার বিশ্বভারতীর অপহৃত পড়ুয়া গবেষক!ভারতীয় নাগরিকত্ব নিয়ে উঠছে প্রশ্ন - September 24, 2023