
।। স্বর্ণালী মান্না ।।
অনেক দিন আগেই পাড়ি দিয়েছিলেন বিদেশে ।কাজ শুরু করেন সেখানে ।তবে নিজের দেশকে ভুলে যাননি প্রিয়াঙ্কা চোপড়া ।

সম্প্রতি তিনি দেশে ফিরলেন সপরিবারে । মুম্বাই এয়ারপোর্টে দেখা গেল তাঁকে । তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্বামী, গায়ক নিক জোনাস ও মেয়ে মালতি । এই প্রথমবার স্বামী ও মেয়ের সাথে একসাথে দেশে এলেন নায়িকা ।ছবি তুললেন খোশ মেজাজে ।

২০১৭ সালে আমেরিকার মেট গালা অনুষ্ঠানে প্রিয়াঙ্কার দেখা হয় আমেরিকান গায়ক নিক জোনাসের সাথে । ২০১৮ সালে রাজস্থানের উমেদ ভবন প্যালেসে সেরে নেন বিয়েটিও ।বয়সে নিজের থেকে ছোট একজনকে বিয়ে করার জন্য যথেষ্ট সমালোচিত হন নায়িকা ।

গত বছর জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে জন্ম হয় তাদের মেয়ে মালতির । মেয়ের ছবি নিয়ে গোপনীয়তা বজায় রাখতে ছাইলেও, ইতিমধ্যেই ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের কভারে প্রিয়াঙ্কার সাথে দেখা যায় তাঁর মেয়েকেও ।
সম্প্রতি তিনি কাজ করেছেন “সিটাডেল”-এ । সিরিজটির প্রচারেও তিনি মুম্বাইয়ে এসেছেন বলে শোনা যাচ্ছেও।
- প্রেস লেখা গাড়িতে জাল নোটের কারবার! - September 25, 2023
- অবৈধ বাড়ি ভাঙল প্রশাসন - September 25, 2023
- লোকালয়ে জল, ঘরছাড়া স্থানীয়রা! - September 25, 2023