
গল্পের শুরুটা হয়েছিল বিজ্ঞাপন থেকে, সেই সম্পর্ক গড়িয়েছে বিয়ে থেকে সংসারে । গল্পের নায়ক-নায়িকা বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা । সম্পর্কের শুরু থেকেই তা কখনও গোপন করেননি যুগল । বিরাট কোহলি একটি সাক্ষাৎকারে জানান, বিজ্ঞাপনের শ্যুটিং সেটে উঁচু হিল পরে এসেছিলেন অনুষ্কা। সেখানে বিরাটের উচ্চতা অনেকটাই কম দেখায় , তাই খানিকটা মজার ছলেই অনুষ্কাকে বিরাট বলেছিলেন ‘এর থেকে উঁচু হিল ছিল না?’ অনুষ্কা উত্তর দিয়েছিলেন ‘ এক্সকিউজ মি!’ অপ্রস্তুত প্রাক্তন ‘দলনায়ক’ বলেছিলেন মজা করছিলাম । বিরাট আরও বলেন, অনুষ্কাকে আত্মবিশ্বাসী মনে হয়েছিল ।
এরপর আলাপ গড়ায় প্রণয়ে, প্রণয় গড়াল বিবাহ বন্ধনে । আর তাঁদের সম্পর্কের গভীরতা জনসমক্ষে ফুটে ওঠে বারবারই । খুব সম্প্রতি বিরুষ্কা তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন । আর সেই ছবি দেখে ভালবাসায় ভরিয়েছেন সেলেব থেকে নেটিজেন সবাই । তার সঙ্গে তাঁদের আদরের ভামিকার জন্যও ভালবাসা,শুভেচ্ছা জানিয়েছেন সকলেই ।
- যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসছে না ইউজিসির প্রতিনিধিদল - August 15, 2023
- স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে মণিপুর নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী - August 15, 2023
- ‘স্বপ্ন’ রেখে চলে গেল স্বপ্নদ্বীপ - August 11, 2023