বিয়ের মরশুমে ত্বক থাকুক সাবধানে

সানাইয়ের সুরে ম-ম করছে চারিদিক । বিয়ের মরশুমে আনন্দে মজেছে সবাই। আর এই উৎসবের মরশুমেই ত্বকের যাবতীয় ক্ষয় ক্ষতিও হচ্ছে । সঠিক যত্ন নেওয়ার সময়ও নেই ব্যস্ততায় । এমনকি বিয়ের বাড়ি যাওয়ার সময়ও নির্ভর করতে হয় শুধুই মেকআপের উপরেই । এতে ভিতর থেকে কখনই উজ্জ্বল হওয়া যায়না । আর ত্বকও নিজের পুষ্টি পায়না । তবে রাসায়নিকের ব্যবহার কমিয়ে যদি ঘরোয়া পদ্ধতি অনুসরণ করা যায় তবে নিজেকে আরও বেশি সুন্দর করে তোলাই যায় ।

অফিস সেরে বিয়ের বাড়ি যেতে হচ্ছে । হাতেও সময় কম । ত্বক উজ্জ্বল দেখাতে চাইলে মুলতানি মাটির সঙ্গে এক চামচ টক দই এক চিমটি হলুদ ও এক চা চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে মুখে-গলায় মেখে ১৫-২০ মিনিট পরে ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে ফেললেই হাইলাইটারের কাজ সেইদিনের মতো শেষ ।

শুধু সুন্দর হয়ে বিয়ের বাড়ি গেলেই হবে না! ফিরে এসেও ত্বককে দিতে হবে সমান যত্ন । মুখ থেকে মেকআপ মুছে ফেলার পর গোলাপ জল দিয়ে মুখে লাগাতে পারলে ত্বকের ক্ষতির পরিমাণ কমবে অনেকটাই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube