
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা চলেই গেছে, এমনই মনোভাব চারদিকে। সামাজিক দূরত্ব, মাস্ক, স্যানিটাইজার নিয়ে খুব একটা চিন্তিত নয় এ দেশের মানুষ।দু বছর কড়া কোভিডবিধি পালন করে, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছিল ভারতবাসী। কয়েকদিন পরেই বড়দিন, এরপর ইংরেজি বর্ষ শেষে নতুন বছরের শুরু। উৎসবে মাতোয়ারা হওয়ার প্ল্যান যখন তৈরি, তখনই উদ্বেগ বাড়াচ্ছে চিনের করোনা রেকর্ড।
চিনে ফের লাফিয়ে বাড়ছে করোনা। এইবার চোখ রাঙাচ্ছে করোনার ওমিক্রন প্রজাতির বিএফ.৭ উপ-প্রজাতি।চিকিৎসকেরা বলছেন, চিনে করোনা ছড়ালে,ভারত সুরক্ষিত থাকবে, এমনটা ভাবার কারণ নেই। আগে ঠিক যেইভাবে দেশ থেকে দেশান্তরে করোনা ছড়িয়ে পড়েছিল, এইবারও তার পুনরাবৃত্তি ঘটতেই পারে। তাই সময় থাকতে সতর্ক হওয়া প্রয়োজন। দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে, অর্থনীতির চাকা সচল রাখতে গতকাল তড়িঘড়ি বৈঠকে বসে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। এক্ষেত্রে ভরসা রাখা হচ্ছে বুস্টার ডোজে। প্রবীণ নাগরিক, যাঁরা এখনও বুস্টার ডোজ পাননি তাঁদের বুস্টার ডোজ নিতে হবে। একই সঙ্গে যাদের কোমর্বিডিটি রয়েছে অর্থাৎ কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, তাঁদেরও বুস্টার ডোজ নিতে হবে। চিনের এই ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতি ভারতবাসীর কপালে চিন্তার ভাঁজ ফেলছে। আশঙ্কা করে হচ্ছে, তাহলে কী ভারতে ফিরবে লকডাউন?ভারতে করোনার অতি বাড়াবাড়ি দেখা যাচ্ছে না এই মুহূর্তে। গত ২৪ ঘন্টায় ভারতে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৪০। ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ১জন। তাই এক্ষুনি লকডাউন প্রসঙ্গে সরকারের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। অন্যদিকে রাজ্য সরকারও চিনের করোনা পরিস্থিতি দেখে, সময় থাকতেই রাশ টানতে চাইছেন।গতকাল গঙ্গাসাগর মেলার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড পরিস্থিতির কথা উত্থাপন করেন। করোনা পরিস্থিতির উপর নজর রাখার জন্য স্বাস্থ্য দপ্তরকে একটি নজরদার কমিটি সংগঠিত করার নির্দেশ দিয়েছেন।তাই লকডাউন না হলেও, আবারও মাস্ক-স্যানিটাইজারে ফেরত যাওয়াই মঙ্গল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।Latest posts by news_time (see all)
- ধান কাটা নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন ১ ব্যক্তি - December 6, 2023
- স্থগিত হয়ে গেল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান - December 6, 2023
- জমি সংক্রান্ত বিবাদের জেরে ব্যবসায়ীকে খুন! - December 6, 2023