প্রয়াত সাহিত্যিক বুদ্ধেদেব গুহ, শোকাহত বাংলা সাহিত্য জগৎ

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহ। কোভিড পরবর্তি জটিলতা কেড়ে নিল ঋজুদা স্রষ্টার প্রাণ। রবিবার রাত ১২টা ২৫ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৮৫ বছর বয়েস হয়েছিল তার। এপ্রিল মাস নাগাদ করোনা অক্রান্ত হন লেখক। সমস্ত আশঙ্কাকে নস্যাৎ করে করোনা জয় করে ফিরে আসেন তিনি। তবে তারপর থেকেই করোনা পরবর্তী নানান জটিলতা ভোগাচ্ছিল। শেষরক্ষা হলনা।

প্রায় ৩০ দিন করোনার সাথে ‌যুদ্ধ করার পর ফিরে এসেছিলেন লেখক। এসে পাঠককুলের উদ্দেশ্যে বলেন, এখনই ফুরিয়ে ‌যাবে না। কিন্তু চলতি মাসেই শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় বুদ্ধদেব গুহর। এরসাথে একাধিক অঙ্গে দেখা‌ ‌যায় গোলমাল। মুত্রনালীতে সংক্রমণ হয় সাহিত্যিকের। দৃষ্টিশক্তির সমস্যা ছিল বুদ্ধদেব গুহর। চার চিকিৎসকের দল কড়া প‌র্যবেক্ষণে রেখেছিলেন তাঁকে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube