উদ্ধার বিশ্বভারতীর অপহৃত পড়ুয়া গবেষক! ভারতীয় নাগরিকত্ব নিয়ে উঠছে প্রশ্ন

বীরভূমের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পিএইচডির সংস্কৃত বিভাগের ছাত্র পান্না চারা। তাঁর আসল বাড়ি মায়ানমার। তাকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল । শনিবার সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বীরভূম জেলা বোলপুর থানার পুলিশ, দীঘা থানা ও তালসারি কোস্টাল থানা পুলিশের যৌথ উদ্যোগে তালসারির সমুদ্র সৈকত থেকে উদ্ধার করে তাঁকে । সেইসঙ্গে পাঁচ কিডন্যাপারকেও গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে অপহৃত ছাত্র ও ৫ অপহরণকারীদের নিয়ে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেয় বীরভূমের বোলপুর থানার আইসি সাকিব সাহেল । পড়াশোনার সাথে সাথে ব্যবসার সূত্রে অপহরণ বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান । মায়ানমারের বাসিন্দা পান্না চারা ভারতীয় নাগরিক হয়েছে বলে অভিযুক্তদের দাবি। অভিযুক্তদের মধ্যে মূল চক্রী সাহির মোহাম্মদ বলেন, ব্যবসায়িক সূত্রে পান্নার সঙ্গে তার পরিচয় কলকাতার দমদমে। সাহির পেশায় চুল ব্যবসায়ী। তার বাড়ি পশ্চিম সরবেড়িয়া মোহনপুর থানা এলাকার বাসিন্দা । ভগবানপুর এলাকার অধিকাংশই মাথার চুলের ব্যবসা করেন । সাহিরের সঙ্গে পান্না চুলের ব্যবসা করার জন্য প্রথমে নয় লক্ষ টাকা দেয় পরে মাল আদান-প্রদান হতে থাকে ।

সেই সঙ্গে সাহির এলাকা থেকে চুল সংগ্রহ করে পান্নাকে দিতে থাকে। সেই জায়গায় মালের পরিমাণ দাঁড়িয়ে যায়, ৫১ লক্ষ টাকা, কিন্তু সেই টাকা পান্না দিতে পারছিল না বলে সাহিরের অভিযোগ । বিভিন্ন অছিলায় তাকে নানাভাবে ঘোরানো হচ্ছিল বলে সাহির অভিযোগ করে । এদিকে সাহির যাদের কাছ থেকে চুল সংগ্রহ করেছিল তারা চাপ দিতে থাকে পয়সা দেওয়ার জন্য । অবশেষে সাহির ওই যুবককে পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুরে সাহিরের অফিসে ডেকে পাঠায়। গত ২১ সেপ্টেম্বর পান্না হাজির হলে পরের দিন তাকে সাহির এবং তার সাঙ্গপাঙ্গ তালসারিতে নিয়ে আসে একটি গাড়ি ভাড়া করে ‌। তালসারির এক স্থানীয় ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে তার বাড়িতে ওই ছাত্রকে রাখা হয় । এবং তাকে বলা সে যেন পুলিশের সঙ্গে যোগাযোগ না করে।

পরবর্তীকালে বিশ্বভারতীর ওই ছাত্র পান্নার বান্ধবী সঙ্গে ফোনে যোগাযোগ হয়। সেখানে পান্না জানায় তাকে কিডন্যাপ করা হয়েছে এবং ধমক চমক দেওয়া হচ্ছে মেরে ফেলার জন্য। তখনই ওই বান্ধবী তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ও বোলপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে বোলপুর থানার পুলিশ দীঘায় আসে এবং জেলা পুলিশের সহযোগিতায় তার টাওয়ার লোকেশান চেক করে তালসারিতে হাজির হয়। একই সঙ্গে তালসারি কোস্টাল পুলিশের সহযোগিতায় ওই ছাত্রকে উদ্ধার করে। সেই সঙ্গে পাঁচ কিডন্যাপারকে গ্রেফতার করে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube