
।। স্বর্ণালী মান্না ।।
শনিবার জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে । ২০২১ সালে স্কিল ডেভেলপমেন্টে দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের করা হয় চন্দ্রবাবুর বিরুদ্ধে । আজ তাকে গ্রেফতার করে সিআইডি । একই সঙ্গে আটক করা হয় তাঁর ছেলে নারা লোকেশকেও ।
এদিন জানা যাচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন চন্দ্রবাবু নাইডু “স্কিল ডেভেলপমেন্ট” বলে একটি প্রকল্প শুরু করেছিলেন । সুত্রের দাবি এই প্রকল্পের মাধ্যমে জনগনের টাকা লুঠ করা হয় । সেই অভিযোগের ভিত্তিতেই নান্দিয়াল জেলার পুলিশ ও সিআইডি-র দল গ্রেফতার করে তেলুগু দেশম পার্টির প্রধানকে । একই সঙ্গে পূর্ব গোদাবরী জেলা থেকে আটক করা হয় তাঁর ছেলে নারা লোকেশকেও । ২০২১ সালে জগনমহন রেড্ডির সরকার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে ।
এদিন দলীয় কর্মসূচীর জন্য অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালে ছিলেন চন্দ্রবাবু নাইডু । একটি জনসভায় বক্তৃতা রাখার পর ভ্যানিটি ভ্যানে তিনি বিশ্রাম নিচ্ছিলেন । রাত তিনটে নাগাদ পুলিশ ও সিআইডি-র একটি দল সেখানে হানা দেয়, এবং ভোর ৬টা নাগাদ গ্রেফতার করা হয় তাঁকে । সেই সময় টিডিপি-র বেশ কিছু কর্মী সমর্থক সেখানেন উপস্থিত হয়ে পুলিশ ও ওয়াইএসআর কংগ্রেস সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন ।
গ্রেফতারির পর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নান্দিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য । মেডিক্যাল পরীক্ষার শেষে তাঁকে বিজয়ওয়াড়া জেলে নিয়ে যাওয়া হয় বলে খবর । সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে আজ বিকেলের মধ্যে তাঁকে আদালতে পেশ করে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেবেন ।
এই গ্রেফতারির ঘটনার সময়টি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ । কারণ আগামী লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে কিন্তু অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন । এখানে উল্লেখযোগ্য বিষয়টি হল প্রায় এক বছর ধরে এই জগন্মোহন রেড্ডি সরকারের বিরুদ্ধে তোপ দেগে এসেছেন চন্দ্রবাবু নাইডু । এবার ২০২১ সালের মামলায় তাঁকে কেন ২০২৩ সালে এসে গ্রেফতার করা হল বা বলা ভাল নির্বাচনের আগে কেন গ্রেফতার করা হল তা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে । এই গ্রেফতারিকে কেন্দ্র করে গোটা অন্ধ্রপ্রদেশের রাজনীতি সরগরম হয়ে উঠেছে ।
- নিয়োগ দুর্নীতি নিয়ে নোটিস হাইকোর্টের - December 6, 2023
- মিগজাউমে বানভাসি তামিলনাড়ু, পাশে থাকার আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের - December 6, 2023
- পাহাড়ের পথে মুখ্যমন্ত্রী - December 6, 2023