
কামারহাটির বাসিন্দা সরকারি গেজেটেড অফিসার শাহিদ আনসারীর দাদা ইজাজ আনসারীর বাড়িতে পরিচারিকার কাজ করতেন সফি খানের মা । সেই সুত্রেই এই পরিবারের সাথে তাদের যোগাযোগ ।অভিযোগ উঠেছে, সেই সময় ব্যারাকপুর গুলিকাণ্ডে অভিযুক্ত সফি খান তাদের বাড়িতে প্রায় ২২ লক্ষ টাকা সোনার গহনা ও দেড় লক্ষ টাকা নগদ চুরি করে ।
পরিবারের লোকজন জানাচ্ছেন, গত ২০২২ সালের ৬ই অক্টোবর ছুটি কাটাতে যান তারা । সেই সুজগকে কাজে লাগিয়ে, সফি তাদের বাড়ি থেকে প্রায় ২২ লক্ষ টাকা সোনার গহনা ও দেড় লক্ষ টাকা নগদ চুরি করে । তারপরেই সফি খানের বিরুদ্ধে কামারহাটি থানায় অভিযোগ দায়ের করেন শাহিদ আনসারীর পরিবারের লোকজন । সেই সময় কামারহাটি থানার পুলিশ সফি খানকে গ্রেফতার করে ও তার বাড়িতে তাকে নিয়ে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া সোনার গহনা উদ্ধার করে ।
সূত্রের খবর, থানায় অভিযোগ করার পরও শফিক খান শাহিদ আনসারীর পরিবারের লোকজনদের খুনের হুমকি দিতে থাকে । হুমকি পাওয়ার পরেও থানায় অভিযোগ করেছিল ওই পরিবার । তবে জানা যাচ্ছে, কামারহাটি থানার পক্ষ থেকে তাদের অভিযোগের ভিত্তিতে, তাদের সাথে কোন রকম সহযোগিতাই করা হয়নি । শুধু কামারহাটি থানা নয়, এমনকি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, রাজ্যের পুলিশ, মন্ত্রী, মুখ্যমন্ত্রীকেও একাধিকবার অভিযোগ জানিয়েছে এই পরিবার; কিন্তু কারোর কাছ থেকে কোন সাহায্য মেলেনি বলেই জানিয়েছেন তাঁরা ।
অবশেষে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সারা বাড়ি মুড়ে ফেলেছে সিসিটিভি ক্যামেরায় । এরপরই সংবাদমাধ্যমে ব্যারাকপুর স্বর্ণ ব্যবসায়ী গুলিকাণ্ডে সফি খানের নাম জড়িয়ে যাবার ঘটনা শোনার পরেই সরব হয়েছে কামারহাটিতে ডাকাতি হওয়া শাহিদ আনসারীর পরিবারের লোকজন ।
জানা যাচ্ছে, সফি খানের বাবার নাম নাসিম খান । নাসিম খান ডাকাতির সঙ্গে যুক্ত বলেই দাবি সূত্রের । তথ্য বলছে, বাবা নাসিম খানই ছেলে সফি খানকে এই ডাকাতির কাজে নামিয়েছে । ব্যারাকপুরে সোনার দোকানের মালিকের ছেলেকে গুলি করে হত্যা করার ঘটনায় সফি খানের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন শাহিদ আনসারীর পরিবারের লোকজন ।
- প্রেস লেখা গাড়িতে জাল নোটের কারবার! - September 25, 2023
- অবৈধ বাড়ি ভাঙল প্রশাসন - September 25, 2023
- লোকালয়ে জল, ঘরছাড়া স্থানীয়রা! - September 25, 2023