সামনে এল বিরোধী দলের গোষ্ঠীদ্বন্দ্ব

এবারে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব উঠে এল প্রকাশ্যে । পোস্টারে বিজেপির নেতার মুখে কালি লেপে দিলেন অপর এক বিজেপি নেতা । চলতে থাকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ । উভয়ের পক্ষ থেকেই দলীয় কোন্দল এড়াতে শিখণ্ডী করা হলো তৃণমূল কংগ্রেসকে । তৃণমূলের সাফ বক্তব্য এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ।

বিজেপি সূত্রে খবর, সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুগলি যাবেন । ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাবে তাঁর গাড়ি । ডোমজুড়ের কোনা হাইরোড মোড়ে তাকে সংবর্ধনা জানাবেন দলীয় কর্মীরা । সেই কারণে ক্ষণিকের জন্য সেখানে দাঁড়াতে পারেন শুভেন্দু অধিকারী ।

এই কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় সড়কের পাশে দলীয় পতাকা ও পোস্টার লাগানো হয়েছে । সেখানে দেখা যায় পোস্টারে শুভেন্দু অধিকারীর ছবির সাথে রয়েছে দলের ডোমজুড় ২ নম্বর মণ্ডলের সম্পাদক অষ্ট নস্করের ছবি । সেই ছবিতেই কালি লেপে দেওয়া হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে যিনি কালি লেপেছেন তিনি হলেন দলের ডোমজুড় ২ নম্বর মণ্ডলের এসসি মোর্চার সভাপতি প্রবীর কয়াল ।তার অভিযোগ, যিনি গাঁজা কেসে জেল খেটেছেন, তোলাবাজি করার প্রবণতা রয়েছে তিনি পোস্টারে নিজের ছবি ছাপিয়ে নেতা হয়ে প্রচারে আসতে চাইছেন । এরকমই আরও এক নেতা যিনি তৃণমূলের সঙ্গে যোগসাজস রেখে চলেন সেই নীতিশ ঝাঁ-র ছবিতেও তারা কালি লাগিয়েছে ।প্রবীর কয়ালের দাবি, অনৈতিক কাজের সঙ্গে যুক্ত বা যারা সাপের মুখে চুমু খায় আবার ব্যাঙের মুখেও চুমু খায় তাদের ডোমজুড় বা জগদীশপুর এলাকার কর্মীরা বিজেপিতে মেনে নেবেন না ।

অষ্ট নস্করের পাল্টা দাবি, যারা তার ছবিতে কালি মাখিয়েছে তারা তৃণমূলের সঙ্গে যোগ সাজস রাখে এবং তাদের নির্দেশে এইসব করেছে । এদিকে ডোমজুড় কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস মাইতি এই ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে মন্তব্য করেছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube