‘বাম’ ঘেঁষলেন মদন!

তৃণমূলের ‘নাম করা’ পরিচিত মুখ মদন মিত্র । দল অন্ত প্রাণ মদনের একথা সকলেই জানেন । তবে কামারহাটির তৃণমূল বিধায়ক মদনের গলায় এবার ‘লাল’ সুর ! বিপদে পড়ে ‘বাম’ ঘেঁষলেন মদন? এসএসকেএম হাসপাতাল বয়কটের ডাক দিয়ে বসলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র । সূত্র বলছে, অনেক চেষ্টার পরেও নাকি ওই হাসপাতালে ভর্তি করানো যায়নি এক রোগীকে । তাতেই বেজায় চটেছেন মদন বাবু । রোগী ফিরিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে । শুধু এতেই থেমে থাকেননি মদন । হাসপাতাল বয়কটের ডাকও দিয়েছেন কারামহাটির তৃণমূল বিধায়ক ।

সূত্রের খবর, শুক্রবার রাতে শুভদীপ পাল নামে এক যুবক দুর্ঘটনায় গুরুতর আহত হন । তাঁর তৎক্ষণাৎ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে । এরপরেই বাঁধল আসল কাণ্ড! হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে ভর্তি নিতে অস্বীকার করে। অনেক চেষ্টা করেও ভর্তি করানো যায়নি শুভদীপ পালকে । এরপর রাতেই সাংবাদিকদের মুখোমুখি হন মদন মিত্র । সংবাদমাধ্যমের সামনেই নিজের সব ক্ষোভ উগরে দিয়েছেন মদন । মদনের দাবি, ‘টাকা’ না দিলে নাকি চিকিৎসাই হয়না এসএসকেএমে!

সূত্র মারফৎ জানা যাচ্ছে, আহত শুভদীপ নিজেও সরকারি হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান । সবরকম চেষ্টা করার পরেও ভর্তি করানো সম্ভব হয়নি তাঁকে । শেষে মদন মিত্র নিজে আসেন হাসপাতালে । হাসপাতালে এসেই ক্ষোভে ‘দল প্রীতি’ ভুলে মদন মিত্র বলেন, ‘‘এটা যদি বাম আমল হত, আমি এক মিনিটের মধ্যে এই রোগীকে হাসপাতালে ভর্তি করিয়ে দিতাম। আমাদেরই যদি এই অবস্থা হয়, তা হলে গরিব মানুষের কী হবে?’’ এমনকি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছেন মদন মিত্র ।

সরকারি হাসপাতালের এই চিত্র নতুন নয় । বহু মানুষ বিনা চিকিৎসায় প্রাণ হারান হামেশাই । তবে আগে এমনভাবে সোচ্চার কেউ হননি । ‘তৃণমূল ভাঙন’-এর কথাই কী তবে সত্যি হতে চলেছে এইবার? উঠছে প্রশ্ন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube