ডাইনি সন্দেহে খুনের অভিযোগে মৃত্যুদণ্ড

ডাইনি সন্দেহে এক বৃদ্ধাকে নারকীয়ভাবে গলা কেটে খুনের ঘটনায় এক ব্যক্তির মৃত্যুদন্ডের সাজা ঘোষনা করল ঝাড়গ্রাম জেলা আদালত ।২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি, ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের নয়াগাতে রাধাকান্ত বেরা নামে এক ব্যক্তি ডাইনি সন্দেহে পাশের বাড়ির তরুবালা বেরাকে জোর করে টানতে টানতে গ্রামের শিব মন্দিরে নিয়ে যায় । সেখানে ধারালো অস্ত্র দিয়ে দেহ থেকে গলা আলাদা করে দেয় ।

এরপরে মৃতার মেয়ে আরতি বেরার অভিযোগের ভিত্তিতে সাঁকরাইল থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ।উদ্ধার করা হয় অস্ত্রটি । রাধাকান্ত সহ মোট ৪ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয় ।

প্রায় ৬ বছর ধরে বিচার চলে, মোট ১৯ জন স্বাক্ষী দেয় । সাঁকরাইল থানার পুলিশ খুব দ্রুততার সাথে তদন্ত করে । ২০১৭ সালের ২৬ এপ্রিল অর্থাৎ ঘটনার ২ মাসের মাথায় উপযুক্ত প্রমাণ না পাওয়ার ফলে অভিযুক্ত ৪ জনের মধ্যে ৩ জনকে নির্দোষ ঘোষনা করা হয় । কিন্তু মূল অভিযুক্ত, রাধাকান্ত বেরার মৃত্যুদন্ডের আদেশ দেন ঝাড়গ্রাম সেশন আদালতের ফাস্ট কোর্টের বিচারক ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube