প্রথার বাইরে গিয়ে অভিষেক হবে রাজা তৃতীয় চার্লসের

।। স্বর্ণালী মান্না ।।

আগামী ৬ মে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠিত হবে । তবে এবারের রাজ্যাভিষেকটি হবে প্রথার বাইরে গিয়ে ।ব্রিটেনের ইতিহাসে প্রথমবার অন্য ধর্মে বিশ্বাসী রাজনৈতিক নেতারাও প্রস্তুত থাকবেন এই অনুষ্ঠানে ।

বৌদ্ধ , হিন্দু, ইসলাম, ইহুদি ও শিখ ধর্মের নেতারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে শোনা যাচ্ছে । গুরুত্বপূর্ণ ভুমিকায় থাকবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক । জানা যাচ্ছে রাজ্যাভিষেকের অনুষ্ঠানে বাইবেল থেকে পাঠ করবেন প্রধানমন্ত্রী সুনক ।

এর পাশাপাশি, প্রথমবার রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মহিলা বিশপরা ।ইংরেজি ভাষা ছাড়াও প্রার্থনা করা হবে ওয়েলশ, আইরিশ গেলিক ও স্কটিশ গেলিক ভাষায় ।ক্যান্টারবারির আরচবিশপ তাঁর অভিষেক করবেন । তবে আমন্ত্রিতরা টা দেখতে পাবেন না । একটি পর্দা দিয়ে রাজা তৃতীয় চার্লসকে এই সময় আড়াল করে রাখা হবে । এর পর তাঁর হাতে তুলে দেওয়া হবে রাজদণ্ড ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube