কুড়মি সম্প্রদায়ের আন্দোলন, চলছে অবরোধ

।। দেবাশিষ মৌলিক ।।

পঞ্চায়েত ভোটের আগেই শাসক দলকে অস্বস্তিতে ফেলে কুড়মি জাতিকে তফশীলি জাতিভুক্ত করা, কুড়মালি ভাষাকে অষ্টম তপশীলের অন্তর্ভূক্ত করা ও সারণা ধর্মের পৃথক কোড চালুর দাবিতে ১২ ঘন্টার পথ অবরোধ শুরু করলেন কুড়মি সমাজের মানুষ৷ শনিবার সকাল ৬ টা থেকে বাঁকুড়া-ঝাড়গ্রাম ন’নম্বর রাজ্য সড়কের উপর সিমলাপালের হরিণটুলিতে পথ অবরোধে সামিল হন ঐ সমাজের মানুষ।

কুড়মি সমাজের তরফে দাবি করা হয়েছে, স্বাধীনতার আগে এরা ‘তফশীল জাতি’ ভূক্ত ছিলেন৷ কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে কোন অজ্ঞাত কারণে হঠাৎই এই সম্প্রদায়ের তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়৷ ফলে অনগ্রসর শ্রেণীর হলেও শুধুমাত্র সরকারিভাবে তালিকাভূক্ত না হওয়ার কারণে সমস্ত ধরণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকতে হচ্ছে৷

কুড়মি সমাজের তরফে এদিন দাবি করা হয়েছে, দীর্ঘ ৭ বছর হয়ে গেল, রাজ্য সরকার সি.আর.আই রিপোর্ট এখনো কেন্দ্রের কাছে পাঠায়নি। গত ৭৩ বছরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আন্দোলন ছাড়া দ্বিতীয় কোন পথ খোলা নেই, তাই তাঁরা রাস্তায় নেমেই আন্দোলনে নেমেছেন বলে জানিয়েছেন।

এদিনের এই অবরোধের জেরে আটকে পড়েছে অসংখ্য যাত্রী ও পণ্যবাহি যানবাহন, সমস্যায় সাধারণ মানুষ। অবরোধস্থলে উপস্থিত হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube