এবার ‘দুয়ারে পুলিশ’

।। তাপস লাহা ।।

দুয়ারে সরকার, দুয়ারে রেশন, দিদির দূতের পর “দুয়ারে পুলিশ” হুগলীতে । এবার মানুষের সমস্যার কথা শুনতে দুয়াড়ে পৌঁছাল পুলিশ। হুগলির পোলবার ঘটনা। অভিযোগ পানীয় জল, রাস্তাঘাট সহ একাধিক সমস্যার কথা শুনতে পাড়ায় পাড়ায় হাজির হন পুলিশ কর্মীরা। শুনলেন মানুষের অভাব অভিযোগের কথা এবং আশ্বাস দিলেন সমাধানের। যদিও পুলিশ জানিয়েছে মানুষ ও পুলিশের সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই উদ্যোগ। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই ভূমিকায় খুশি। যদিও বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

বিজেপির হুগলী সংগঠনিক জেলা সাধারন সম্পাদক সুরেশ সাউ জানান, পুলিশ প্রশাসনের মধ্যে দিয়ে জনগণের মধ্যে একটা ভয় সৃষ্টি করাতে চাইছে এরা। আদতে পুলিশের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা বজায় রাখা। কিন্তু তৃণমূল এতটাই দুর্নীতি করে ফেলেছে তারা এখন মানুষের কাছে পৌঁছতে পারছে না। তাই পুলিশ যাচ্ছেlঅন্যদিকে হুগলীর তৃনমুল নেতা মনোজ চক্রবর্তী বলেন, বিরোধীদের অভিযোগের সাথে এসব কাজের কোন মিল নেই। আমরা সবসময় মানুষের সাথে আছি।

তাই মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি অভাব অভিযোগ শুনছি এবং তা অন লাইনে লোড করে দিচ্ছি। যাতে মুখ্যমন্ত্রী স্বয়ং দেখতে পাবেন বিষয়গুলো।এবং পুলিশ ও যাচ্ছে খোঁজ নিতে যাতে সব ঠিক থাকে। কারণ মুখ্যমন্ত্রী ও চাইছেন উন্নয়নের সাথে সবাই যুক্ত থাকুক।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube