
নিউজটাইম ওয়েবডেস্ক : পঞ্চম দফায় দেশব্যাপী লকডাউন থাকছে না। দেশের সমস্ত কন্টেইন্মেন্ট জোন গুলিতে ৩০ শে জুন পর্যন্ত আরও একমাস লকডাউন জারি থাকবে বলে ঘোষণা করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের বাকি অংশে ধাপে ধাপে চালু হবে বিভিন্ন পরিষেবা।
প্রথম দফায় আগামী ৮ই জুন থেকে খোলার অনুমতি দেওয়া হয়েছে ধর্মীয় স্থান, হোটেল, রেস্তোরাঁ, শপিংমল। স্বাস্থ্য মন্ত্রক এই সম্পর্কিত বিস্তারিত নিয়মবিধি প্রকাশ করবে। দ্বিতীয় দফায় খুলবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার ও অন্যান্য ট্রেনিং ইনস্টিটিউট। এই ব্যাপারে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করা হবে, চাইলে রাজ্যগুলি ছাত্র-ছাত্রীদের পরিবার ও অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনা করতে পারে। পরিস্থিতি বিচার করে জুলাই মাসে এই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তৃতীয় দফায় বিবেচনা করে দেখা হবে আন্তর্জাতিক উড়ান, মেট্রোরেল, লোকাল ট্রেন, সিনেমা হল, জিম, সুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটার হল, বার, অডিটোরিয়াম ইত্যাদি খোলার বিষয়ে। যেকোনো রকম সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় রাজনৈতিক এবং ক্রীড়াক্ষেত্রে সমাবেশের অনুমতি দেওয়া যাবে কিনা তাও পরিস্থিতি বিচার করে খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। নাইট কারফিউ জারি থাকবে রাত ন’টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত। কনটেইনমেন্ট জোন গুলিতে আগের মতোই লকডাউন এর নির্দেশিকা বহাল থাকবে। শুধুমাত্র জরুরী পরিষেবার দোকানপাট খোলা থাকবে। বহাল থাকবে অঞ্চল থেকে ঢোকা এবং বেরোনোর ওপর নিষেধাজ্ঞা। ঘরে ঘরে গিয়ে কন্টাক্ট ট্রেসিং এবং নজরদারি চালিয়ে যেতে হবে। রাজ্যের ভিতরে এবং ভিন রাজ্যে বাস চলাচলে কোনো বাধা নেই, পারমিটের প্রয়োজন নেই। রাজ্যগুলি নিজেদের মতো করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। ৬৫ বছরের বেশি বয়স্ক মানুষ, গর্ভবতী মহিলা ও ১০ বছরের কম বয়সী শিশুদের অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়িতে থাকার নির্দেশ বহাল থাকছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022