
নিউজটাইম ওয়েবডেস্ক : উত্তর পূর্ব সীমান্ত রেলের জলপাইগুড়ির মালবাজার স্টেশনের কাছে ডামডিম এলাকায় রেললাইনের ইলেকট্রিক ওভারহেডের কাজে কর্মরত অবস্থায় শিয়ালদা আলিপুরদুয়ার জংশন আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ধাক্কায় গুরুতর আহত হন এক শ্রমিক।
তড়িঘড়ি কর্মরত অন্যান্য শ্রমিকরা ওই শ্রমিককে মালবাজার হাসপাতালে নিয়ে যায় বলে জানা গিয়েছে।ঘটনাস্থলে ট্রেন থামিয়ে দাওয়া হয়। প্রায় ১৫ মিনিট ট্রেন থামিয়ে রাখা হয় বলে জানা যায়।এদিনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023