নিউজটাইম ওয়েবডেস্ক :
গত সপ্তাহে পরপর পারদ পতন
হলেও মাঝে শীতের আমেজ
একটু কম ছিল গোটা
রাজ্যে। উত্তুরে
হাওয়ায় পড়েছিল ভাটা। তবে
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,
বাধাহীন উত্তুরে হাওয়ার দাপট ফের বাড়বে,
পারদ ফের নামার সম্ভাবনা
রয়েছে মাসের দ্বিতীয় সপ্তাহে। উত্তর
পশ্চিমের বাতাস থাকবে।
রাজ্যে জুড়ে শীতের আমেজ
বজায় থাকবে। চলতি
সপ্তাহ থেকে শীতের আমেজ
আরও বাড়বে বাংলাজুড়ে।
হালকা উত্তুরে হাওয়ায় শীতের আমেজ জেলায়
জেলায়। আবহাওয়া
দফতরের পূর্বাভাস মিলিয়েই রাজ্যে পারদ পতন।
অনেকেই চাদর গায়ে
শীতের আমেজ উপভোগ করছে। মেঘলা
আকাশ হলেও বৃষ্টির কোনও
সম্ভাবনা নেই, আপাতত।
দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার শুরু। আবহাওয়া
অফিস জানিয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯
ডিগ্রি সেলসিয়াস। যা
স্বাভাবিক। শনিবার
যা ছিল ১৬.2 ডিগ্রি
সেলসিয়াস। এদিন
আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।এদিন সকালে কলকাতা
ও আশপাশের এলাকার পরবর্তী ২৪
ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আক
পরিষ্কার থাকাবে। সর্বোচ্চ
তাপমাত্রা থাকতে পারে ২৮
ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।