
নিউজটাইম ওয়েবডেস্ক : এদিন বাঘমুন্ডি ব্লকের তুন্তুরী সুইসা অঞ্চলের গাগী গ্রামের সংলগ্ন গাগী রেল গেটের সামনের রাস্তায় হঠাত করেই একটি দল-ছুট বুনো হাতি ছুটে আসে। দামাল ওই হাতির সামনে পড়ে যায় এক কৃষক।যদিও অল্পের জন্য প্রাণ বাঁচে তাঁর। এই ঘটনায় ওই এলাকার বেশ কয়েকটি গ্রামে আতঙ্ক তৈরি হয়েছে।
ওই কৃষক মহেশ্বর কুইরী জানান,সে সাইকেল করে সবজি নিয়ে দৈনন্দিন বাজার সুইসা নেতাজি মার্কেট নিয়ে যাচ্ছিল, আচমকাই দল ছুট একটি বুনো হাতি তাঁর মুখোমুখি হয় মাঝ রাস্তায়। সে তখন সাইকেলে থাকা সবজি ছেড়ে ভয়ে পালিয়ে যায়। কিন্তু ওই দল ছুট হাতি তাকে ধাওয়া করে। তাঁর সাইকেল ও সবজি, সব তছনছ করে দেয় ওই হাতিটি। এই ঘটনার জেরে, সকাল থেকেই বাঘমুন্ডি বনাঞ্চলের কালিমাটি বীট অফিসের বনকর্মী ও হুলা পার্টি গাগী সংলগ্ন জঙ্গলে পাহারা চালানো হচ্ছে, এবং মানুষকে বারবার সচেতন করা হচ্ছে জঙ্গলে প্রবেশ না করার জন্য।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023