
নিউজটাইম ওয়েবডেস্ক : ৩০ ডিসেম্বর থেকে উত্তরবঙ্গের রেল ট্রাকে ছুটবে অত্যাধুনিক হাইপার এক্সপ্রেস ট্রেন বন্দে ভারত । হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি প্রায় ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পরীক্ষামূলক প্রস্তুতি চালানো শুরু করলো বন্দে ভারত ট্রেনটি । সোমবার সকালে হাওড়া থেকে নির্দিষ্ট সময় ১০টা ৫০ মিনিটে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছায় বন্দে ভারত ট্রেনটি। এনজেপি পৌঁছাবে দুপুর দেড়টায়। সপ্তাহে শতাব্দি এক্সপ্রেসের মতোই বন্দে ভারত ট্রেনটি চলবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। তার মাঝে এখনো পর্যন্ত দুটো স্টপেজ দেওয়ার চিন্তাভাবনা করেছে রেল কর্তৃপক্ষ। তা হলো বোলপুর এবং মালদা টাউন। এরই মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির পরীক্ষামূলক প্রস্তুতির সূচনা শুরু করে দেওয়া হলো।
এদিন সকালে মালদা টাউন স্টেশনে বন্দে ভারত সুপারফাস্ট ট্রেনটি এসে পৌঁছাতেই পূর্ব রেলের মালদা ডিভিশনের পদস্থ কর্তারা স্টেশনে উপস্থিত হন। ওই ট্রেনের সমস্ত বিষয়গুলি তদারকি করে দেখেন রেলের পদস্থ কর্তারা। কথা বলেন লোকো পাইলটের সঙ্গেও। এদিকে সকালে বন্দে ভারতের মতো গুরুত্বপূর্ণ ট্রেন পেয়ে খুশি মালদার বিভিন্ন রাজনৈতিক মহল থেকে ব্যবসায়ীরা । তাঁদের বক্তব্য, মালদা থেকে সকালে শিলিগুড়ি যাওয়ার পদাতিক এক্সপ্রেস ছাড়া প্রতিদিন আর কোন ট্রেন ছিল না। এই ট্রেনটি মালদার ওপর দিয়ে যাওয়াই বাণিজ্যিক ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে । এজন্য রেল কর্তৃপক্ষ কেউ সাধুবাদ জানিয়েছেন জেলার ব্যবসায়ী মহল মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। পূর্ব রেলের মালদার এডিআরএম সুজিত কুমার জানান, ৩০ ডিসেম্বর বন্দে ভারত চালুর আগে থেকেই পরীক্ষামূলক প্রস্তুতি শুরু করা হয়েছে। জনশতাব্দী এক্সপ্রেসের মতোই ন্যূনতম ৭০ এবং ম্যাক্সিমাম ১১০ হাই স্পিডে রেল ট্রাক দিয়েই চলবে এই ট্রেনটি । যাত্রী সুবিধার্থের জন্য বিভিন্ন ধরনের আধুনিক ব্যবস্থা রয়েছে বন্দে ভারত এক্সপ্রেসে। এই মুহূর্তে যাত্রীদের হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি আট ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023