
নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: প্রাত্যহিক রুটিনের বাইরে বিরতি নিতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে কোনও সমস্যা নেই। কর্মক্ষেত্রে উর্ধ্বতনের থেকে সাহায্য নিতে হতে পারে।
বৃষ: আজ পরিবারের সহযোগিতা পাবেন জীবনের সব ক্ষেত্রে।জাপাকাপড় কিনতে পারেন আজ। সম্পত্তি বিক্রয় করার কথা ভাবছেন যারা, আজ তাঁরা ভালো সুযোগ পেতে পারেন। মিথুন: আজ কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে।বিকেলের দিকে বহু প্রতীক্ষিত বিরতি নিতে পারেন। শিক্ষাক্ষেত্রে ভালো ফল করছে শিক্ষার্থীরা। কর্কট: বাড়িতে আজ ভালো পরিবেশ থাকবে। অর্থনৈতিক ক্ষেত্রে টানাটানি দেখা দিতে পারে। কোনও কাছের বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। সিংহ: আজ স্বাস্থ্য নিয়ে কোনও সুযোগ নেবেন না। পরিবারের সকলের সমর্থন পাবেন। বিকেলের দিকে পরিবারের সঙ্গে কোনও পরিকল্পনায় নিজেকে সংযুক্ত করতে পারেন। কন্যা: আজ বাড়িতে কোনও আত্মীয়র উপস্থিতি আপনাকে আনন্দ দেবে। কর্মক্ষেত্রে বিশেষ সমস্যা দেখা দেবে না আজ। আপনাদের অনেকে আজ ইচ্ছেমতো জীবন যাপন করতে পারবেন। তুলা: আজ স্বাস্থ্যের অবস্থা ভালো থাকবে। অর্থনৈতিক পরিস্থিতি আপনার পক্ষে থাকবে।আজ পরিবারের কোনও সদস্যের সঙ্গে বিবাদ বাঁধতে পারে। বৃশ্চিক: আজ আটকে থাকা আইনি কোনও বিষয়ে সাফল্য আসবে।আজ ব্যক্তিগত বিষয় ও কর্মজীবন আপনার সমর্থনে থাকবে। ধনু: আজ স্বাস্থ্যকে গুরুত্ব দিন বেশি। অর্থনৈতিক টানাপোড়েন সামলে উঠবেন আজ। আজ কোনও প্রত্যাশিত উৎস থেকে অর্থের আগমন ঘটবে। মকর: আজ অসুস্থ হয়ে পড়তে পারেন। কোনও পূর্ব-পরিকল্পনা আটকে থাকবে। খরচ বাড়বে। কুম্ভ: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপের প্রভাব ব্যক্তিগত জীবনেও পড়বে। আজ অর্থ খরচের সময় অতিরিক্ত সতর্ক থাকবেন। মীন: আজ জটিলতা কাটিয়ে মানসিকভাবে স্থিতিশীল হবেন। সম্পতি সংক্রান্ত কোনও জটিল সিদ্ধান্ত নিতে হতে পারে।Latest posts by news_time (see all)
- রাতের কম ঘুম ডেকে আনতে পারে বড় বিপদ - March 21, 2023
- ইডির নজরে আর এক রহস্যময়ী, শ্বেতা চক্রবর্তী - March 21, 2023
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023