তুলার সঙ্কট, মীনের প্রেম-যোগ, আপনার রাশিতে কী আছে?

নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: আজ আনন্দ থাকবে আপনার জীবনে। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। পরিবারের কোনও সদস্যের দীর্ঘ রোগ নিয়ে আজ চিন্তিত থাকবেন।

বৃষ: আজ ঘরে বাইরে নিজের মননের ছাপ রাখবেন। আজকের দিন সৃজনশীলতায় মন দেবেন। আজ লক্ষ্যে স্থির থাকবেন।

মিথুন: আজ অধৈর্য্য হয়ে পড়বেন, আপন্র কাজে তা প্রতিফলিত হবে। আজ কিছু সামান্য ভুলের জন্য কোনও কাজ অসম্পূর্ণ থেকে যাবে।

কর্কট: আজ ভাই বোনের থেকে আনন্দ সংবাদ পাবেন। আজ পরিবার বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন। অফিসে সহকর্মীর থেকে সহযোগিতা পাবেন।

সিংহ: আজ আপনার রাশিতে চন্দ্রের আশীর্বাদ থাকবে। আজ বাজেট মেনে খরচ করুন। আজ ঠান্ডা লাগার সমস্যা হতে পারে।

কন্যা: আজ মানসিক শান্তিতে থাকবেন। আনন্দ পাবেন যেকোনও কাজে। আজ ভাই-বোনদের আপনার সাহায্যের প্রয়োজন পড়তে পারে।

তুলা: আজ দ্বায়িত্ব কর্তব্যের সঙ্গে দূরত্ব তৈরি হবে। আজ ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে মনে হতে পারে।

বৃশ্চিক: আজ কর্মজীবন-ব্যক্তিগত জীবন দুই-ই উপভোগ করতে পারবেন। আজ উপার্জনের অন্য কোনও উৎস পাবেন।

ধনু: আজ কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। আজ আপনার সৃজনশীলতা কাজে লাগাবেন। সমৃদ্ধ হবেন বিভিন্নভাবে।

মকর: আজ আপনার রাশিতে চন্দ্রের আশীর্বাদ থাকবে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন।চাকরিযোগ রয়েছে।

 কুম্ভ: আজ শারীরিক সমস্যা থাকতে পারে। ঘুমের কিছু সমস্যাও হতে পারে। আজ কোনও মানুষের প্রতি আকর্ষিত হতে পারেন।

মীন: আজ সঙ্গীর সঙ্গে সমস্যা তৈরী হতে পারে। নতুন প্রেমে পড়তে পারেন সিঙ্গেলরা। বিয়ে সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube