
নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে ভালো হবে। স্বাস্থ্য ভালো করতে গিয়ে অতিরিক্ত চাপ দেবেন না শরীরের উপর। আজ পরিবারের থেকে কোনও লুকোনো কথা নিয়ে সমস্যা হতে পারে।
বৃষ: অর্থনৈতিক পরিস্থিতি আজ ভালো হবে। আজ পরিবারের কিছু সমস্যার সমাধান হবে না। ঘুরতে যাওয়ার সুযোগ পেতে পারেন। মিথুন: আজ জমানো অর্থ কাজে আসবে। কর্মক্ষেত্রে কোনও কারণে ভেঙে পড়তে পারেন। পরিবার ও বন্ধুদের আজ জীবনে আশীর্বাদ মনে হবে। কর্কট: আজকের দিন ভাগ্য আপনার সঙ্গে থাকবে। সম্পত্তি কেনার স্বপ্ন দ্রুত বাস্তবায়িত হবে। কর্মক্ষেত্রে আজ কঠিন দিন হতে চলেছে। সিংহ: শরীরের যত্ন নিন। অর্থনৈতিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। বিদ্যাস্থান খুব একটা ভালো হবে না। কন্যা: আজ ডায়েটে নজর দেবেন। অর্থনৈতিক পরিস্থিতি ভালো হবে। আজ সঙ্গীর সঙ্গে সমস্যা তৈরি হতে পারে। তুলা: স্বাস্থ্য ভালো রাখতে বাইরের খাবার এড়িয়ে চলুন আজ। অর্থলাভ হতে পারে কোনও ক্ষেত্র থেকে। অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে পারেন। বৃশ্চিক: কর্মক্ষেত্রে আজ প্রাপ্তি থাকবে। স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে পারেন আজ। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে প্রেমে পড়তে পারেন। ধনু: কাছের মানুষকে অর্থ উপহার দিতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতি আটকে থাকতে পারে। পরিবারের সমর্থন পাবেন আজ। মকর: আজ স্বাস্থ্যের পরিচর্যার ফল পাবেন। সম্পত্তি থেকে আজ লাভ পেতে পারেন।পুরনো স্মৃতি আজ কষ্ট দিতে পারে। কুম্ভ: আজ স্বাস্থ্যকে গুরুত্ব না দিলে সমস্যায় পড়বেন। পরিবারে কারোর বিয়ের খবর পেতে পারেন। বিদ্যাস্থানে উন্নতি করতে হলে পরিশ্রম করতে হবে আজ। মীন: অর্থনৈতিক পরিস্থিতি আজ স্থিতিশীল থাকবে। ব্যবসায়ীদের আজ চিন্তা বাড়বে।লগ্নিকৃত অর্থ থেকে ভালো ফেরত পাবেন।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023