
নিউজটাইম ওয়েবডেস্ক : শীত যেন এসেও এল না।বিগত বেশ কিছু দিনে তাপমাত্রা নিম্নমুখী হয়েছিল। যদিও জাঁকিয়ে শীত আসেনি, কিন্তু বিগত কয়েকদিনে রাজ্যবাসী ভোরের দিকে ও রাতের দিকে শীতের ছোঁয়া পেয়েছিল। এইবার সেই শীতের অনুভূতিতেও বাধা। সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ল আজ।
মঙ্গলবার সকালে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশী। অর্থাৎ আজ সকালে রাজ্য বিগত কয়েকদিনের মতো শীতের আমেজ উপভোগ করতে পারেনি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম হাওয়া দুর্বল। তাই জন্যেই তাপমাত্রা কিছুটা বাড়ল আজ। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর থেকে বঙ্গে শীত পড়বে। আগামী চার পাঁচ দিন ভোরের দিকে এবং রাতের দিকে, শীতের আমেজ বজায় থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী ১০ দিন।রাজ্যের কয়েকটি জায়গা সকালে কুয়াশাচ্ছন্ন থাকবে, বেলা বাড়লে দেখা যাবে ঝলমলে রোদ।আলু চাষীদের জন্য উপযোগী সময়।Latest posts by news_time (see all)
- রাতের কম ঘুম ডেকে আনতে পারে বড় বিপদ - March 21, 2023
- ইডির নজরে আর এক রহস্যময়ী, শ্বেতা চক্রবর্তী - March 21, 2023
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023