
নিউজটাইম ওয়েবডেস্ক : নভেম্বর প্রায় শেষের দিকে।বছর শেষের মাস শুরু হবে কয়েক দিনেই। কিন্তু এই সময় যেমন শীত পেয়ে এসেছে বঙ্গবাসী, এইবার সেই ছোঁয়াচ মেলেনি এখনও। সকালের দিকে রাজ্যবাসীর গায়ে উঠছে শীত-কাপড়। কিন্তু বেলা বাড়লেই বাড়ছে অস্বস্তি। আবার অফিস ফিরতি পথে প্রয়োজন পড়ছে চাদর সোয়েটার। কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত? সেই অপেক্ষায় সকলে।আজকের আবহাওয়া কেমন থাকবে জেনে নিন তা।
আজ সারাদিক পরিষ্কার মেঘুমুক্ত আকাশ থাকবে। খুব তেজ না থাকলেও, সূয্যি মামার হাসি ছেয়ে থাকবে আকাশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। বিগত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়নি। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023