নিউজটাইম ওয়েবডেস্ক :
সেই কবে থেকে
শীতের অপেক্ষায় রয়েছে বঙ্গবাসী। মধ্য নভেম্বরেও তেমন জোরালো শীতের দেখা নেই বঙ্গে।
শীত কাপড় গায়ে উঠেছে অনেকের। তবুও জাঁকিয়ে শীত তেমন অনুভব করেনি বঙ্গবাসী।বিগত কয়েকদিন
তাপমাত্রা খুব বেশি না থাকলেও,তাপমাত্রায় নজরকারা পতনও দেখা যায়নি।তবে এইবার মনে হচ্ছে
শীতের দিকেই এগোচ্ছে আবহাওয়া।
আজ আরও এক ডিগ্রি
নামল পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.0 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন
তাপমাত্রা থাকবে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টায় আকাশ সামান্য মেঘলা হতে পারে,
তবে বেশিরভাগ সময়ই রৌদ্রজ্জ্বল আকাশ থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, আলিপুর আবহাওয়া
দফতরের তরফে।