
নিউজটাইম ওয়েবডেস্ক : বিগত বেশ কয়েকদিন ধরেই শীতের আমেজ পাচ্ছে রাজ্যবাসী। আজ সকালে কলকাতা ও অন্যানে জেলার তাপমাত্রা ছিল ১৭.৫।হালকা শীতের পোশাক গায়ে উঠেছে বেশীরভাগেরই। এবার শুধু জাঁকিয়ে শীতের অপেক্ষা। আবহাওয়া দফতর জানাচ্ছে, এই সপ্তাহের শেষেই অনেকটা নামবে পারদ।
এই কদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু-এক ডিগ্রি কমবে।সকালবেলা হালকা কুশায়ায় ঢাকবে চারদিক। তবে মন ভরে শীতের মজা নিতে এই সপ্তাহের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।আরও জাঁকিয়ে শীত ডিসেম্বরে। এমনটাই পূর্বাভাস মৌসম ভবনের।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023