নামছে পারদ, সপ্তাহান্তে শীত বঙ্গে

নিউজটাইম ওয়েবডেস্ক : বিগত বেশ কয়েকদিন ধরেই শীতের আমেজ পাচ্ছে রাজ্যবাসী। আজ সকালে কলকাতা ও অন্যানে জেলার তাপমাত্রা ছিল ১৭.৫।হালকা শীতের পোশাক গায়ে উঠেছে বেশীরভাগেরই। এবার শুধু জাঁকিয়ে শীতের অপেক্ষা। আবহাওয়া দফতর জানাচ্ছে, এই সপ্তাহের শেষেই অনেকটা নামবে পারদ।

এই কদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু-এক ডিগ্রি কমবে।সকালবেলা হালকা কুশায়ায় ঢাকবে চারদিক। তবে মন ভরে শীতের মজা নিতে এই সপ্তাহের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।আরও জাঁকিয়ে শীত ডিসেম্বরে। এমনটাই পূর্বাভাস মৌসম ভবনের।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube