
নিউজটাইম ওয়েবডেস্ক : আবারও উত্তাল বিশ্বভারতী।বিদ্যুৎ চক্রবর্তী যখন থেকেই বিশ্বভারতীর উপাচার্য পদে বসেছেন, তখন থেকেই তাঁর সঙ্গে পড়ুয়াদের বারংবার সংঘাতের খবর সামনে এসেছে। তাঁকে বহিষ্কারের দাবিতে একাধিকবার সরব হয়েছিল ছাত্রছাত্রীরা। আবারও তাঁকে কেন্দ্র করেই বিক্ষোভ-আন্দোলনে বিশ্বভারতীর পড়ুয়ারা।
কাল বিকেল থেকে বিশ্বভারতীতে উপাচার্যকে অফিসে ঘেরাও করে রেখেছিলেন ছাত্রছাত্রীরা। রাত দুটো পর্যন্ত অফিসেই আটকেছিলেন উপাচার্য। পরবর্তীতে তাঁর নিরাপত্তারক্ষীরা ও শান্তিনিকেতন থানার পুলিশ গ্রিল ভেঙে উদ্ধার করে তাঁকে। আজ সকালেও উপাচার্যের বাড়ির সামনে ভিড় জমাচ্ছে ছাত্রছাত্রীরা। আজও তাঁকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করবে তাঁরা। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই বিভিন্ন দাবিদাওয়া নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিল বিশ্বভারতীর পড়ুয়ারা। কিন্তু উপাচার্য তাঁদের সঙ্গে কথোপকথনেই যেতে চাননি। এরপর বিক্ষুব্ধ পড়ুয়ারা উপাচার্যকে ঘেরাও করলে, উপাচার্য তাঁর নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেয় ছাত্রছাত্রীদের গুলি করার। এরপর বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। বৃহস্পতিবার সকালেও সেই রেশ জারি রয়েছে।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023