
নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্বকাপের স্বপ্ন অপূর্ণই রয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। মরক্কোর বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলেন তিনি। ফুটবল প্রেমীদের কাছে সিআরসেভেন এক আবেগের নাম। বছরের পর বছর তিনি দেশের বিদেশের বহু মানুষের স্বপ্ন হয়েছেন। বাদ যায়নি ফ্যানবয় বিরাট কোহলিও। নিজের পছন্দের ফুটবলারকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন কোহলি।
বিরাট আজ লেখেন, ‘তুমি ফুটবলের জন্য যা করেছ, কোনও ট্রফি দিয়ে তার পরিমাপ করা যায় না। আমি এবং তোমার অগণিত ভক্তরা যখন তোমায় খেলতে দেখে, আমাদের উপর তোমার কী প্রভাব পড়ে তা কোনও শিরোপা ব্যাখ্যা করতে পারবে না। তা ভগবানের আশীর্বাদ। প্রত্যেকবার যে মানুষটি তাঁর হৃদয় দিয়ে খেলে, সেই মানুষটি দুনিয়ার যেকোনও খেলোয়াড়ের অনুপ্রেরণা। তুমি সর্বকালের সেরা।’ একদিকে রোনাল্ডো অন্যদিকে বিরাট কোহলি, ভারতে এই দুজন মানুষের অগুন্তি ভক্ত। বিরাটের এই আবেগঘন পোস্ট দেখে এবারও আবেগে ভাসছেন রোনাল্ডোর ভক্তরা। সামাজিক মাধ্যমে শেয়ার হচ্ছে তাঁর পোস্ট এর ছবি।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023