
নিউজটাইম ওয়েবডেস্ক : বাঁকুড়ার ছাতনা ব্লকের ধবন অঞ্চলের জামথল সেতু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় প্রশাসনিক স্তরে বারবার অভিযোগ জানানো হলেও কোন রকম সুরাহা না হওয়ায় বাঁকুড়া শালতোড়া রাজ্য সড়কে জোড়হিড়া অঙ্কিত মোড়ে ব্রিজের দাবিতে পথ অবরোধে সামিল হলেন এলাকার বাসিন্দারা। ওই পথ দিয়ে পারাপার হন প্রায় ১০ থেকে ১১ টি গ্রামের হাজার হাজার মানুষ।
গতবার বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন জামথোল গ্রামবাসীরা। তখন প্রশাসন সেতু তৈরির আশ্বাস দিলেও সেতু তৈরি হয়নি বলে অভিযোগ। সেতুর দাবিতে শুক্রবার সকালে বাঁকুড়া শালতোড়া রাজ্য সড়কের অঙ্কিত মোড় এর কাছে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে হাজার খানেক বাসিন্দা ।Latest posts by news_time (see all)
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023
- কাজীপাড়ার ঘটনা নিয়ে সরব আইএসএফ বিধায়ক - April 1, 2023