নিউজটাইম ওয়েবডেস্ক :
দিন কয়েক আগের ঘটনা। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর ভুয়ো খবর। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি। এবার বলিউড অভিনেতা বিক্রম গোখলের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ল সামাজিক মাধ্যমে।গুরুতর অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল রাত থেকে খবর ছড়িয়ে পড়তে শুরু করে, যে তিনি আর নেই। শেষ পর্যন্ত অভিনেতার পরিবারকে এই নিয়ে বিবৃতি দিতে হল।
অভিনেতার পরিবার আজ সকালে জানিয়েছেন, বিক্রম গোখলের অবস্থা সঙ্কটজনক। তিনি ভেন্টিলেশনে রয়েছেন ঠিকই, কিন্তু এখনও জীবিত রয়েছেন। অভিনেতার কন্য এও জানান, বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে তাঁর। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। কিন্তু সাধারণ মানুষের কাছে অভিনেতা কন্যা আবেদন করেছেন, প্রার্থনা করতে। ভ্রান্ত খবর না ছড়ানোর আবেদন করেছেন তিনি সকলকে।