
নিউজটাইম ওয়েবডেস্ক : ‘মানুষের কাছে টাকা নিয়ে থাকলে ফেরত দিন। আমাদের কাছে খবর আছে কে কে টাকা নিয়েছেন। খুব দ্রুত যদি তাদের টাকা ফেরত না দেন তাহলে ভগবান এসে আপনাদের টিকিট দিতে পারবে না।’ কোচবিহার জেলার দিনহাটা দুই ব্লকের চৌধুরীহাটে পঞ্চায়েতদের হুঁশিয়ারি মন্ত্রী উদয়ন গুহের।
প্রসঙ্গত বৃহস্পতিবার দিনহাটা বিধানসভার ২ নং ব্লকের অন্তর্গত চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের নাগরেরবাড়ি এলাকায় তৃণমূলের ‘চলো গ্রামে যাই’ কর্মসূচিতে প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের এমনই ভাষায় হুঁশিয়ারি দেন মন্ত্রী উদয়ন গুহ। কার্যত স্বীকার করে নেন যে তৃণমূলের পঞ্চায়েতরা মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। স্বভাবতই এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে চরম রাজনৈতিক তরজা কোচবিহার জুড়ে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023