মেষ থেকে মীন, কেমন যাবে মঙ্গলবার? ৮ নভেম্বর

নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: আজ নিজের লক্ষ্য অবিচল রাখুন। ব্যক্তিগত জীবনে শান্তি বজায় থাকবে। দাম্পত্যে সাফল্য পাবেন।

বৃষ: অর্থনৈতিক স্থানে আজ সমস্যা দেখা দেবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। টাকা লেনদেনের আগে সতর্ক থাকুন।

মিথুন: আজ ধর্মের প্রতি ঝোঁক বাড়বে। বিদ্যাস্থান ভালো থাকবে। নতুন কাজ আজ শুরু করতে পারেন।

কর্কট: কর্মক্ষেত্রে আজ আত্মবিশ্বাস বজায় রাখুন। কোনও গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে আজ। কোনও সন্দেহ রাখবেন না আজ।

সিংহ: আজ কর্মক্ষেত্রে গতি বাড়বে। ব্যবসায় সমৃদ্ধি আসবে। সামাজিকতায় সক্রিয় থাকবেন আজ।

কন্যা: আজ আপনার খাওয়াদাওয়া নিয়ে সতর্ক থাকুন। কথা বলার আগে ভেবে বলুন।আজ ব্যবহারে আরও সংযত হোন।

তুলা: কর্মক্ষেত্র আজ আপনার নিয়ন্ত্রণে থাকব। সব কাজেই সফলতা পাবেন আজ। ব্যক্তিগত জীবনে বেশ কিছু বিষয়ে দোটানায় থাকবেন।

বৃশ্চিক: আজ শত্রুদের জয় করবেন। কর্মক্ষেত্র’কে আজ বেশি গুরুত্ব দিন। বাজেট মেনে চলুন।

ধনু: অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে চলুন। আজ কোনও আকর্ষনীয় অফার পেতে পারেন। অতিরিক্ত খাটবেন না আজ।

মকর: আজ আবেগি হয় পড়তে পারেন। পরিবারে নজর দিন। ভালোবাসার মানুষের সাথে সময় কাটান।

 কুম্ভ: কর্মক্ষেত্রে সুনাম অর্জন করবেন। আজ আত্মীয়-বন্ধুদের সাথে যোগাযোগ বাড়বে।

মীন: সম্পত্তি সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। আজ খাওয়াদাওয়ার দিকে নজর দিন। পরিবারের সমর্থন পাবেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube